Advertisement
০৭ মে ২০২৪
ICC World Cup 2019

কিউয়িদের বিরুদ্ধে একাধিক রেকর্ডের সামনে মহেন্দ্র সিংহ ধোনি

বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে ৩৫০তম ম্যাচ খেলতে চলেছেন মাহি।

উইকেটের পিছনে গ্লাভস হাতে মাহি, ছবি: এএফপি

উইকেটের পিছনে গ্লাভস হাতে মাহি, ছবি: এএফপি

নিজস্ব প্রতিবেদন
ম্যাঞ্চেস্টার শেষ আপডেট: ০৯ জুলাই ২০১৯ ১৪:১৪
Share: Save:

রোহিত শর্মা, বিরাট কোহালি, বুমরাদের দাপটে ধোনিকে নিয়ে বন্দনা এই বিশ্বকাপে কম হয়েছে। তার বদলে ধোনির মন্থর ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। ম্যাঞ্চেস্টারে কিন্তু আজ একাধিক রেকর্ডের সামনে দাঁড়িয়ে সেই মহেন্দ্র সিংহ ধোনি।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে নিজের ৩৫০তম ম্যাচ খেলতে নামছেন মহেন্দ্র সিংহ ধোনি। সচিনের পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৩৫০ ম্যাচ খেলার নজির ছুঁতে চলেছেন তিনি। বিশ্বের দশম ক্রিকেটার হিসেবে ৩৫০তম ম্যাচ খেলতে চলেছেন মাহি। ভারতীয় দলের হয়ে ৩৪৬টি ও এশিয়া একাদশের হয়ে ৩টি ম্যাচ খেলেছেন তিনি।

আরও পড়ুন: মেঘলা আকাশ, ম্যাঞ্চেস্টারে বৃষ্টির আশঙ্কা মাথায় নিয়েই নামছে দুই দল

আরও পড়ুন: বিশ্বকাপে ভারতের সেরা ছয় বাজি, দেখুন ভিডিয়ো


শুধুমাত্র ম্যাচ খেলার ক্ষেত্রেই নয়, একজন উইকেটকিপার হিসেবে প্রথম ৩৫০ ম্যাচ খেলতে চলেছেন ধোনি। শ্রীলঙ্কার কুমার সঙ্গকারা ৩৬০টি ম্যাচ খেলে ফেললেও শুধুমাত্র উইকেটকিপার হিসেবে তিনি ৩১৬টি ম্যাচ খেলেছেন। বাকি ম্যাচগুলি তিনি খেলেছেন ব্যাটসম্যান হিসেবে। এ ছাড়া অধিনায়ক হিসেবে ২০০টি ম্যাচ খেলেছেন মাহি যা ভারতীয়দের মধ্যে প্রথম ও বিশ্ব ক্রিকেটে তৃতীয়।
এই বিশ্বকাপে ধোনির স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন উঠলেও সেই কলামে তাঁর নামের পাশে রয়েছে ৯২। বিশ্বকাপের পরে ধোনি অবসর নিতে পারেন এমন জল্পনাও উঠে আসছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE