Advertisement
০৬ মে ২০২৪

বুমরায় মুগ্ধ সচিন

এ দিন সাউদাম্পটনে ভারতীয় ইনিংস শেষে সম্প্রচারকারী চ্যানেলকে সচিন বলেন, ‘‘বুমরা যে ভঙ্গিতে বিশ্বকাপ শুরু করল, তা সত্যি ইতিবাচক। ওর জন্যই কুইন্টন ডি’কক ও হাসিম আমলা ক্রিজে থিতু হওয়ার সময় পায়নি। বুমরাই হতে দেয়নি।’’

সফল: শুরুতেই বার্তা বুমরার, আমি এসে গিয়েছি। গেটি ইমেজেস

সফল: শুরুতেই বার্তা বুমরার, আমি এসে গিয়েছি। গেটি ইমেজেস

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ জুন ২০১৯ ০৩:৪২
Share: Save:

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিশ্বকাপের প্রথম ম্যাচেই জ্বলে উঠলেন যশপ্রীত বুমরা। অ্যান্ড্রু সাইমন্ডস, মার্ক ওয় ইতিমধ্যেই বলে দিয়েছেন, বিশ্বকাপের সেরা ক্রিকেটার হতে চলেছেন এই ভারতীয় ডান-হাতি পেসার। বুধবার তাঁর পারফরম্যান্স দেখে সচিন তেন্ডুলকরও বলে দিলেন, ‘‘ও বিশেষ বোলার।’’

এ দিন সাউদাম্পটনে ভারতীয় ইনিংস শেষে সম্প্রচারকারী চ্যানেলকে সচিন বলেন, ‘‘বুমরা যে ভঙ্গিতে বিশ্বকাপ শুরু করল, তা সত্যি ইতিবাচক। ওর জন্যই কুইন্টন ডি’কক ও হাসিম আমলা ক্রিজে থিতু হওয়ার সময় পায়নি। বুমরাই হতে দেয়নি।’’ তিনি যোগ করেন, ‘‘বুমরা বেশির ভাগ বল ব্যাটসম্যানের বুকের কাছে তুলছিল। তাই ওপেনারেরা ধৈর্য হারিয়ে শট খেলার চেষ্টা করে।’’

ঠিক কী ভাবে বুমরা সফল হলেন, তাও ব্যাখ্যা করেছেন মাস্টার ব্লাস্টার। বলছিলেন, ‘‘পিচের বাউন্স খুব ভাল করে ব্যবহার করেছে বুমরা। একেবারে সামনে বল করেনি। একেবারে শর্ট অব লেংথও করেনি। ক্রিকেটীয় ভাষায় বলা হয় ‘থ্রি কোয়ার্টার লেংথ’। সেখানে এক নাগাড়ে বল করছিল। মানে গুড লেংথের সামান্য পিছনে বল রাখছিল। ব্যাটসম্যান বুঝতে পারে না এ ধরনের বল সে ফ্রন্টফুটে খেলবে না ব্যাকফুটে। আমলা কিন্তু সে ভাবেই আউট হয়েছে। দক্ষিণ আফ্রিকার আত্মবিশ্বাস তখনই কমে গিয়েছে।’’ লেগস্পিনার যুজবেন্দ্র চহালের প্রশংসাও শোনা গেল তাঁর মুখে। বিশ্বকাপের অভিষেক ম্যাচে চার উইকেট নিয়ে বিপক্ষ ব্যাটিংয়ের শিরদাঁড়া ভেঙে দিয়েছেন তিনি। সচিনের কথায়, ‘‘চহালের কাছ থেকে হয়তো এই স্পেলটাই চেয়েছিল কোহালি। ফ্লাইট দিয়ে বল করে গিয়েছে ও। চহালের কয়েকটা বল ভাল টার্নও করে। কিন্তু ওদের কেউ চহালকে বেশি গুরুত্ব দেয়নি। মারতে গিয়ে আউট হয়েছে।’’

রোহিত শর্মা সম্পর্কে এই তথ্যগুলি জানেন?

দক্ষিণ আফ্রিকা অধিনায়ক ফ্যাফ ডুপ্লেসির ব্যাট করার সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন সচিন। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শেষে ডুপ্লেসি বলেছিলেন, ‘‘দু’ম্যাচে রান তাড়া করতে গিয়ে হারলাম। আগামী ম্যাচে রান তাড়া করার সিদ্ধান্ত নিতে দু’বার ভাবব।’’ এ দিন সাউদাম্পটনে মেঘলা আকাশ থাকা সত্ত্বেও শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ডুপ্লেসি। তাঁর এই সিদ্ধান্তের কারণ খুঁজে পেলেন না সচিন। বললেন, ‘‘ঠিক বুঝতে পারলাম না আকাশ এত মেঘলা থাকা সত্ত্বেও কেন ডুপ্লেসি ব্যাট করার সিদ্ধান্ত নিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE