এক ফ্রেমে দুই দিকপাল। একজন ক্রিকেটের ভগবান আর একজন তথ্য প্রযুক্তি জগতের তারকা। এক ফ্রেমে পাওয়া গেল সচিন তেন্ডুলকর ও সুন্দর পিচাইকে। নিজের টুইটার হ্যান্ডলে পিচাইয়ের সঙ্গে দু'টি ছবি পোস্ট করেছেন সচিন। সঙ্গে সুন্দর একটি ক্যাপশন। তারপরই শুধু ভাইরাল হওয়া নয়, পোস্টটিতে নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে।
বার্মিংহ্যামে রবিবার ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন এজবাস্টন স্টেডিয়ামে ছিলেন সচিন তেন্ডুলকর। তিনি বিশ্বকাপে সৌরভ, সহবাগ, লক্ষ্মণ, হরভজনদের সঙ্গেবিশেষ়জ্ঞ ধারাভাষ্যকারের কাজ করছেন। ম্যাচের দিন খেলা দেখতে আসেন গুগলের সিইও সুন্দর পিচাই। তখনই দু’জনকেএক ফ্রেমে পাওয়া যায়।
সচিন তাঁর টুইটার হ্যান্ডলে সেই ছবি দু'টি পোস্ট করেন বুধবার। ইংরেজি হরফে নিচে লেখেন, ক্যায়া এ সুন্দর পিক-হ্যায়? এর উত্তরে ক্রিকেট ফ্যানরা মজার মজার সব কমেন্ট করেন। কেউ লিখেছেন স্ট্রেট ড্রাইভ অ্যান্ড গুগল ড্রাইভ।