এক ফ্রেমে দুই দিকপাল। একজন ক্রিকেটের ভগবান আর একজন তথ্য প্রযুক্তি জগতের তারকা। এক ফ্রেমে পাওয়া গেল সচিন তেন্ডুলকর ও সুন্দর পিচাইকে। নিজের টুইটার হ্যান্ডলে পিচাইয়ের সঙ্গে দু'টি ছবি পোস্ট করেছেন সচিন। সঙ্গে সুন্দর একটি ক্যাপশন। তারপরই শুধু ভাইরাল হওয়া নয়, পোস্টটিতে নানা মজার মন্তব্যে ভরে গিয়েছে।
বার্মিংহ্যামে রবিবার ভারত-ইংল্যান্ড ম্যাচের দিন এজবাস্টন স্টেডিয়ামে ছিলেন সচিন তেন্ডুলকর। তিনি বিশ্বকাপে সৌরভ, সহবাগ, লক্ষ্মণ, হরভজনদের সঙ্গেবিশেষ়জ্ঞ ধারাভাষ্যকারের কাজ করছেন। ম্যাচের দিন খেলা দেখতে আসেন গুগলের সিইও সুন্দর পিচাই। তখনই দু’জনকেএক ফ্রেমে পাওয়া যায়।
সচিন তাঁর টুইটার হ্যান্ডলে সেই ছবি দু'টি পোস্ট করেন বুধবার। ইংরেজি হরফে নিচে লেখেন, ক্যায়া এ সুন্দর পিক-হ্যায়? এর উত্তরে ক্রিকেট ফ্যানরা মজার মজার সব কমেন্ট করেন। কেউ লিখেছেন স্ট্রেট ড্রাইভ অ্যান্ড গুগল ড্রাইভ।
আরও পড়ুন : ‘মাদক খাইয়ে গাড়ির মধ্যে আমাকে ধর্ষণ করে, ছবি তুলে রাখে আদিত্য পাঞ্চোলি’
আরও পড়ুন : মদ না পেয়ে এয়ার ইন্ডিয়ার কর্মীকে হেনস্থা করা আইরিশ মহিলার মৃত্যু
Kya yeh Sundar pic-hai? 😀 pic.twitter.com/vEuZKJlu6r
— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2019
Straight drive and google drive ... pic.twitter.com/OM12MqSuHl
— Ambanilalani (@currymlalani) July 3, 2019
আর একজন লিখেছেন, বিপদে পড়লে মানুষ যে দুই জায়গায় যায়, ভগবান ও গুগল।
ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে ২৮ রানে হারলেও, সচিনের এই পোস্ট ভারতীয় ক্রিকেট ফ্যানদের অন্যরকম আনন্দ দিয়েছে। ছবিটি পোস্ট হওয়ার পর ভাইরাল হতে সময় নেয়নি।
Nahin. Yeh Sundar Pitch-hai pic.twitter.com/DgcBtD98TB
— Aunindyo Chakravarty (@AunindyoC) July 3, 2019
Kya yeh Sundar pic-hai? 😀 pic.twitter.com/vEuZKJlu6r
— Sachin Tendulkar (@sachin_rt) July 3, 2019