পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার মনে করেন, শুরুর বিপর্যয়ের পরে মহেন্দ্র সিংহ ধোনি ও রবীন্দ্র জাডেজার সৌজন্যে দারুণ ভাবেই ঘুরে দাঁড়িয়েছিল ভারত। সেখান থেকে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে জিততে পারেনি অল্পের জন্য।
ওল্ড ট্র্যাফোর্ডে বুধবার ২৪০ রান তাড়া করতে নেমে প্রথম সেমিফাইনালে বিরাট কোহালিরা ১৮ রানে হেরে যায়। ম্যাট হেনরির দুরন্ত ওপেনিং স্পেল সত্ত্বেও জাডেজা (৭৭) ও ধোনি (৫০) অসাধারণ জুটি গড়ে সপ্তম উইকেটে ১১৬ রান তোলে। যা ভারতকে প্রায় জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিল। কিন্তু মার্টিন গাপ্টিলের অসাধারণ থ্রোয়ে ধোনি রান আউট হতে ছবিটা পাল্টে যায়। যা নিয়ে শোয়েব বলেছেন, ‘‘এত কাছে কিন্তু কত দূরে ভারত! টপ-অর্ডার ব্যাটসম্যানেরা খুবই সাধারণ সব বলে কার্যত নিজেদের উইকেট ছুড়ে দিয়ে আসার পরে নীচের দিকের ব্যাটসম্যানরা যথেষ্ট লড়াই করেছে।’’
ইউটিউব চ্যানেলে ভারত-নিউজ়িল্যান্ড ম্যাচ নিয়ে শোয়েব এ কথা বলেছেন। তাঁর স্পষ্ট মন্তব্য, ভারতের টপ-অর্ডার ব্যাটসম্যানেরা বুধবার জঘন্য ব্যাটিং করেছেন। শোয়েবের কথায়, ‘‘ভারতের সেরা পাঁচ জন ব্যাটসম্যান খুব খারাপ ব্যাটিং করেছেন। অবশ্য রোহিত খুব ভাল একটা বলে আউট হয়েছে। আর বিরাট কোহালির আউটটা নিয়ে এটা বলতেই হবে যে, ও দুর্ভাগ্যের শিকার। আম্পায়ার আউট না দিলেও পারতেন।’’ শোয়েব সঙ্গে যোগ করেছেন, ‘‘এমনিতে জাডেজা আসার আগে ভারতের অন্য ব্যাটসম্যানদের খেলায় কিন্তু কোনও গভীরতা ছিল না। ওই অবস্থায় জাডেজা সত্যিই অসাধারণ খেলেছে। ও আর ধোনি মিলে ভারতকে রীতিমতো লড়াইয়ে রেখেছিল।’’