Advertisement
২৬ এপ্রিল ২০২৪
ICC World Cup

‘রবি স্যর বলেছিলেন, কেউ চোট পেলে তুমি সুযোগ পাবে’

 ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে উড়েও গিয়েছিলেন। আপাতত কাজ শেষ তাঁর।

ইংল্যান্ডের মাটিতে বল করেও ফিরে আসতে হল। ছবি: ফেসবুক

ইংল্যান্ডের মাটিতে বল করেও ফিরে আসতে হল। ছবি: ফেসবুক

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০১৯ ২০:৩০
Share: Save:

আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে দুরন্ত বোলিং করে আশা জাগিয়েছিলেন তিনি। ভারতীয় দলের সঙ্গে ইংল্যান্ডে উড়েও গিয়েছিলেন। আপাতত কাজ শেষ তাঁর। কোহালিদের নেটে বল করে ব্যাগপত্তর গুছিয়ে দীপক চহার ফিরে এসেছেন দেশে। তার আগে কোহালিদের ‘হেডস্যর’ রবি শাস্ত্রী তৈরি থাকতে বলেছেন চহারকে।

আরও পড়ুন: ওভাল স্টেডিয়ামের বাইরে ঝালমুড়ি বেচছেন ব্রিটিশ বিক্রেতা

আরও পড়ুন: শুরুতেই ক্যালিপসোর সুর, বিশ্বজয়ী ক্যারিবিয়ানরা

সর্বভারতীয় একটি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে চহার বলেন, ‘‘আমি দেশে ফেরার আগে সবার সঙ্গে দেখা করেছি। রবি স্যর আমার প্রশংসা করে তৈরি থাকতে বলেছেন। দলে কেউ যদি চোটআঘাত পায়, তা হলে আমি সুযোগ পেতে পারি।’’ ইংল্যান্ডে নেট বোলিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে চহার আরও বলেন, ‘‘ভারতীয় ক্রিকেট বোর্ড আমাদের গুরুদায়িত্ব দিয়েছিল। আমি সুইং বোলিং করতে পারি। সেই কারণেই আমাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হয়েছিল। ইংল্যান্ডের মাটিতে এই অভিজ্ঞতা পরবর্তীকালে আমাকে সাহায্য করবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE