Advertisement
E-Paper

‘এনাফ ইস এনাফ’, বাগানকে হুঁশিয়ারি আইএফএ সচিবের

একরাশ হতাশা নিয়ে আইএফএ অফিসে বসেছিলেন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। ততক্ষণে ভেস্তে গিয়েছে ডার্বি। যে ভাবে এই ক’দিন মোহনবাগানের আক্রমণের শিকার হয়েছেন তা তাঁকে কষ্ট দিয়েছে। তবুও ভাঙতে রাজি নন তিনি। আপাতত শেষ করতে চান লিগ। তার পর যা ব্যবস্থা নেওয়ার নেবেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০১৬ ১৯:৫৭
আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়।

আইএফএ সচিব উৎপল গঙ্গোপাধ্যায়।

একরাশ হতাশা নিয়ে আইএফএ অফিসে বসেছিলেন সচিব উৎপল গঙ্গোপাধ্যায়। ততক্ষণে ভেস্তে গিয়েছে ডার্বি। যে ভাবে এই ক’দিন মোহনবাগানের আক্রমণের শিকার হয়েছেন তা তাঁকে কষ্ট দিয়েছে। তবুও ভাঙতে রাজি নন তিনি। আপাতত শেষ করতে চান লিগ। তার পর যা ব্যবস্থা নেওয়ার নেবেন। এতটাই হতাশ যে মাঝে মাঝেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিরক্ত দেখাল তাঁকে। মেনে নিলেন কষ্ট পেয়েছেন মোহনবাগানের ব্যবহারে।

ডার্বির ফল

রেফারির রিপোর্ট এলে লিগ সাব কমিটির মিটিংয়ে সিদ্ধান্ত হবে কী করা হবে। এবং লিগ সাব কমিটিই অফিশিয়ালি জানাবে এই ম্যাচের ফল কী হবে। নিয়ম অনুযায়ী ওয়াক ওভার পাওয়া ইস্টবেঙ্গল তিন পয়েন্ট ও তিন গোল পেয়ে যাবে। আর যেহেতু মোহনবাগান আগে থেকে চিঠি দিয়ে না খেলার কথা জানিয়ে দিয়েছিল তাই তাদরে কোনও পয়েন্ট কাটা হবে না।

মোহনবাগানের ব্যবহার

মোহনবাগানের ব্যবহারে আমি হতাশ। অনেক কথা বলে চলেছে ওরা। সব কিছু একটা লিমিট আছে। টালিগঞ্জ ম্যাচের পর থেকেই নানা মন্তব্য চলছে। সব শুনে আসছি। আগে লিগটা শেষ হোক তার পর ভাবব।

গোপন মিটিং প্রসঙ্গে

টুটুর সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক। ওরা গোপন মিটিংয়ের কথা সাংবাদিক সম্মেলন করে বলতে পারে কিন্তু আমি সেটা করব না। আমি ওর কাছে ব্যক্তিগতভাবেই জানতে চাইব।

ফুটবল হেরে গিয়েছে

যা ঘটল তাতে ফুটবলেরই হার হল। আমি হতাশ। সমর্থকরা, ফুটবলাররা এই ম্যাচের জন্য বসে থাকে। তারা সেটা পেল না। যা হচ্ছে তাতে এর পর রেফারিরাও আর ম্যাচ খেলাতে চাইবেন না।

কল্যাণী স্টেডিয়াম নিয়ে মোহনবাগানের বক্তব্য

যদি কম সমর্থকের সামনে খেলা নিয়েই সমস্যা ছিল তা হলে কেন শিলিগুড়িতে খেলতে আপত্তি করল মোহনবাগান। ওখানে তো প্রচুর সমর্থক খেলা দেখতে পারত। ওদের কথা শুনেই দুই দলের সঙ্গে বসে কল্যাণী নির্ধারিত করা হয়েছিল।

কল্যাণীর মাঠে মোহনবাগানের অনুশীলন করতে চাওয়া

৭ সেপ্টেম্বর ডার্বি ঘোষণার পর ১৪ দিন পেয়েছিল দুই দল। কেন ৫ সেপ্টেম্বর কল্যাণীতে গেল না তারা।

আইএফএ-র সংবিধান

আইএফএ-র সংবিধান পরিবর্তনের সময় এসেছে। তবে সেটা তো এখনই সম্ভব নয়। অনেক আলোচনার বিষয়। এখন যা আছে তার উপরই সিদ্ধান্ত নিতে হবে। পরে ভাবব।

আইএফএ-র আর্থিক ক্ষতি

ফুটবলের যা ক্ষতি হওয়ার তো হয়েছেই। কিন্তু যে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়তে হল সেটা নিয়ে কে ভাববে। আমাকেই ভাবতে হবে। আমাকেই সেটা পূরণ করতে হবে। টিকিটের দাম, টিভি স্বত্ত্ব নিয়ে অনেক কথা তোলে যাঁরা তাঁরা এটা তো ভাববে না।

তাঁর ফুটবলপ্রেম ও অবদান

আমি ফুটবল মাঠ থেকে কিছু নিতে আসিনি। এত বছরে নেইওনি। আমি যা টাকা এনেছি সেটা কেউ আনেনি। আমি হতাশ। অনেক হয়ে গিয়েছে। ‘এনাফ ইস এনাফ’।

আরও খবর

না খেলে ৩ পয়েন্টে খুশি নয় ইস্টবেঙ্গল, চরম হতাশ মোহনবাগান টিম

East Bengal Mohun Bagan IFA
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy