চোটের কারণে আগেই টেস্ট সিরিজ থেকে ছিটকে গিয়েছেন মহম্মদ শামি। এ বার ফের ভারতীয় শিবিরে চোটের ধাক্কা। সোমবার বল করার সময় কাফ মাসলে চোট পেয়ে খোঁড়াতে খোঁড়াতে বেরিয়ে গেলেন উমেশ যাদব। তাঁর চোটের স্ক্যান করা হবে।
সোমবার দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের ঘটনা। নিজের চতুর্থ ওভার বল করার সময় এই ঘটনা ঘটে। তার আগেই ওপেনার জো বার্নসকে দুরন্ত ডেলিভারিতে ফিরিয়েছিলেন তিনি। কিন্তু চতুর্থ ওভার বল করার সময়েই তিনি আচমকা যন্ত্রণায় কাতর হয়ে বসে পড়েন।
Umesh Yadav complained of pain in his calf while bowling his 4th over and was assessed by the BCCI medical team. He is being taken for scans now. #AUSvIND pic.twitter.com/SpBWAOEu1x