একদিন আগেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ জয়ের উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন গ্রেগ চ্যাপেল। এবার তাঁর দাদা ইয়ান চ্যাপেলও দরাজ গলার প্রশংসা করলেন অজিঙ্ক রাহানের নেতৃত্বাধীন দলের কীর্তির। পাশাপাশি ভারতীয় দলের ফিটনেস প্রোগ্রামকে তুলনা করলেন গোর্খা রেজিমেন্টের সঙ্গে।
গ্রেগের মতো ইয়ান কোনওদিনই সে ভাবে ভারত-বিদ্বেষী নন। ক্রিকেট বিশ্বের অন্যতম সেরা পণ্ডিতও বলা হয় তাঁকে। তবে গ্রেগের সঙ্গে অনেক ব্যাপারেই মিল খুঁজে পাওয়া গিয়েছে তাঁর। তিনিও ভারতের তরুণ ক্রিকেটারদের একগুচ্ছ ঘরোয়া ম্যাচ খেলাকেই বেশি কৃতিত্ব দিয়েছেন।
এক সংবাদপত্রের কলামে ইয়ান লিখেছেন, “অনেকেই ভারতের জয়ে অবাক হয়েছে! কিন্তু আমার কাছে প্রশ্ন, এখন কি এমন কোনও দল রয়েছে যারা ভারতের বিরুদ্ধে জিততে পারে? একটা অনভিজ্ঞ দলের কাছে উড়ে গিয়েছে অস্ট্রেলিয়া। যদি ওরা জানতে পারত ভারতীয় দলে সুযোগ পেতে তরুণ ক্রিকেটারদের কতটা পথ পেরোতে হয়েছে, তাহলে হয়তো আমাদের খেলোয়াড়দের উপর একটু দয়া দেখাতে পারত।”