অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন দারুণ শুরু করেছিল ভারত। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার করা ৩৩৮ রানের জবাবে ব্যাট করতে নেমে ওপেনিং পার্টনারশিপে ৭০ রান তোলে রোহিত শর্মা ও শুভমন গিল জুটি। ইনিংসের ২৭তম ওভারে ব্যক্তিগত ২৬ রান করে আউট হন রোহিত। ভারতের বাইরে শেষ দশ বছরে ওপেনিং ব্যাটসম্যান হিসেবে সবচেয়ে বেশিক্ষণ উইকেটে টিকে থাকার রেকর্ড গড়লেন এই জুটি।
রোহিতের পর টেস্ট ক্রিকেটে প্রথম হাফ সেঞ্চুরি করেই প্যাট কামিন্সের বলে আউট হন গিল। এখনও ২৪২ রানে পিছিয়ে আছে ভারত। ক্রিজে আছেন অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারা। এশিয়ার বাইরে ২০১০ সালের সেঞ্চুরিয়ন টেস্ট ম্যাচের পর আর কোনও ভারতীয় ওপেনিং জুটি ২০ ওভারের বেশি টিকতে পারেনি।
চতুর্থ কনিষ্ঠ ক্রিকেটার হিসেবে এশিয়ার বাইরে হাফ সেঞ্চুরি করলেন গিল। ১৯৮২ সালে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে এই রেকর্ড গড়েছিলেন রবি শাস্ত্রী। শুধু তাই নয়, সাত ম্যাচ পর ওপেনিং পার্টনারশিপে পঞ্চাশ রান করলেন ভারতের কোনও ওপেনার জুটি।
আরও খবর: রাহানের আউটের আবেদন নিয়ে বিতর্ক তৈরি করলেন মার্নাস লাবুশেন
আরও খবর: সচিন, কোহালি নিয়ে শুভমনকে স্লেজিং লাবুশানের
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
মেয়াদ শেষে নতুন দামে আপনাকে নতুন করে গ্রাহক হতে হবে
মেয়াদ শেষে আপনার সাবস্ক্রিপশন আপনাআপনি রিনিউ হয়ে যাবে
সাবস্ক্রাইবার হলে আপনি পাচ্ছেন
প্রতি সকালে আনন্দবাজার পত্রিকার নতুন ই-পেপার
পুরনো দিনের খবর মিলবে আর্কাইভে
শুধুই ছবিতে নয়, খবর এবার টেক্সটেও
আমাদের সাথে যোগাযোগ করুন
Monday - Saturday: 10 am to 6 pm (except public holidays).
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি: