Advertisement
১৯ এপ্রিল ২০২৪
টিম পেন

ডিআরএসে অখুশি, আম্পায়ারকে গালিগালাজ অস্ট্রেলীয় অধিনায়ক টিম পেনের

ভারতের প্রথম ইনিংসে তখন ১৩ রানে ব্যাট করছিলেন পূজারা। এ সময় তাঁর একটি এলবিডব্লিউয়ের আবেদনে অন ফিল্ড আম্পায়ার নট আউট দেন।

আম্পায়ারের সঙ্গে তর্ক পেনের। ছবি টুইটার

আম্পায়ারের সঙ্গে তর্ক পেনের। ছবি টুইটার

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২১ ১৪:৪০
Share: Save:

তৃতীয় আম্পায়ারের সিদ্ধান্তে অখুশি হয়ে তাঁর উদ্দেশে গালিগালাজ করলেন টিম পেন। সিডনি টেস্টের তৃতীয় দিন চেতেশ্বর পূজারার ব্যাটিংয়ের সময় আম্পায়ারের একটি সিদ্ধান্ত বদলের পরেই এই ঘটনা ঘটে।

ভারতের প্রথম ইনিংসে তখন ১৩ রানে ব্যাট করছিলেন পূজারা। এ সময় তাঁর একটি এলবিডব্লিউয়ের আবেদনে অন ফিল্ড আম্পায়ার নট আউট দেন। তৎক্ষণাৎ ডিআরএসের সিদ্ধান্ত নেন পেন। বল ব্যাটে লেগে প্যাডে লেগেছে, এরকম কোনও স্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি। তবুও তৃতীয় আম্পায়ার মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল রাখেন। এরপরেই মেজাজ হারান পেন।

সরাসরি অন ফিল্ড আম্পায়ারকে গিয়ে প্রশ্ন করেন, কেন এটা আউট হল না। আম্পায়ার উইলসনের জবাব ছিল, “এটা ওঁর (চতুর্থ আম্পায়ার) সিদ্ধান্ত। আমি কিছু বলতে পারব না।” জবাবে সন্তুষ্ট না হয়ে অশ্লীল শব্দ প্রয়োগ করেন পেন। তা স্টাম্পের মাইকে স্পষ্ট শোনা গিয়েছে। যদিও এখনই কোনও রিপোর্ট জমা দেননি আম্পায়াররা।

আরও খবর: অনিশ্চয়তার মধ্যেই স্টিভ স্মিথও জানিয়ে দিলেন, ব্রিসবেনেই খেলতে চান

আরও খবর: মাঠে ঋদ্ধি, কনুইয়ে চোট পেলেন ঋষভ পন্থ

উল্লেখ্য, মেলবোর্নে বক্সিং ডে টেস্টে নিজেই ডিআরএসের সুবিধা পেয়েছিলেন পেন। সিডনি টেস্টেও দ্বিতীয় দিনে রোহিত শর্মার ডিআরএসের আবেদন বদলে হয়েছিল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

tim paine cheteswar pujara DRS Sydney test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE