Advertisement
E-Paper

বিরুষ্কার নতুন বছরের প্রথমদিন কাটল হার্দিক, নাতাশার সঙ্গে

কোহালির পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই পাল্টা এই সেলিব্রিটি দম্পতিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২১ ১৬:৪৮
নতুন বছরের পার্টিতে বিরুষ্কা এবং সস্ত্রীক পাণ্ড্য। ছবি টুইটার

নতুন বছরের পার্টিতে বিরুষ্কা এবং সস্ত্রীক পাণ্ড্য। ছবি টুইটার

বন্ধুবান্ধবকে নিয়ে নিজের বাড়িতে একসঙ্গে খাওয়া-দাওয়া করে নতুন বছর কাটালেন বিরাট কোহালি অনুষ্কা শর্মা। সেই অনুষ্ঠানে সস্ত্রীক আমন্ত্রণ পেলেন জাতীয় দলে তাঁর সতীর্থ হার্দিক পাণ্ড্যও।

স্ত্রী অনুষ্কা শর্মা সন্তানসম্ভবা থাকায় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম টেস্ট খেলেই দেশে ফিরে এসেছেন বিরাট কোহালি। বাকিরা যখন মেলবোর্নে নতুন বছর কাটালেন, কোহালি এবং পাণ্ড্য থাকলেন একসঙ্গেই। এক ফ্রেমে ছিলেন কোহালিদের বন্ধুরাও।

শুক্রবার কোহালি দুটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। একটিতে ডাইনিং টেবিলে তিনি অনুষ্কার সঙ্গে। ঠিক উল্টোদিকে বসে রয়েছেন হার্দিক এবং তাঁর স্ত্রী নাতাশা স্তানকোভিচ। দ্বিতীয় ছবিতে শুধুই অনুষ্কার সঙ্গে হাসিমুখে কোহালি। তাঁর দুই বন্ধুকেও দেখা গিয়েছে।

Friends who test negative together spend positive time together! ☺️ Nothing like a get together at home with friends in a safe environment. May this year bring a lot of hope, joy, happiness and good health. Stay safe! #HappyNewYear2021 pic.twitter.com/EyFcUBLqMi

পোস্টের সঙ্গেই কোহালি লিখেছেন, “যে সব বন্ধুরা পরীক্ষায় নেগেটিভ হয়েছি তারা একসঙ্গে পজিটিভ সময় কাটালাম। ঘরে বসে নিরাপদ পরিবেশে একসঙ্গে বন্ধুদের সঙ্গে সময় কাটানোর থেকে ভাল কিছুই হতে পারে না। আশা করব নতুন বছর অনেক আশা, আনন্দ, খুশি এবং সুস্বাস্থ্য নিয়ে আসবে। সবাই নিরাপদে থাকুন!”

আরও খবর: বাড়িতেই ছোট করে ডিনার, পার্টির গুজব হেসে ওড়ালেন নেমার

আরও খবর: দলে এসেই পূজারাকে সরিয়ে সহ-অধিনায়ক রোহিত শর্মা

কোহালির পোস্ট মুহূর্তের মধ্যে ভাইরাল হয়েছে। অনেকেই পাল্টা এই সেলিব্রিটি দম্পতিকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।

new year celebration virat kohli anushka sharma hardik pandya natasha stankovic
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy