Advertisement
২৬ এপ্রিল ২০২৪
নিউজিল্যান্ড আক্রান্ত গৃহযুদ্ধে

বায়োপিকের উৎসব বাতিল ধোনির শহরে

সিনেমার বাইশ গজে মহেন্দ্র সিংহ ধোনি সুপারহিট। ক্রিকেটের বাইশ গজেও রবিবারের মোহালির পর এমএসডি-র নামের পাশে হিট শব্দটাই বসাতে হবে। এই অবস্থায় যদি তিনি ঢোকেন নিজের শহরে, সিরিজের চতুর্থ ওয়ান ডে খেলতে, উৎসবের মেনুতে কী কী ভেবে নেওয়া যেতে পারে?

বিমানবন্দর থেকে ধোনি রওনা দিলেন নিজের গাড়িতে। দর্শক নিউজিল্যান্ড টিম। ছবি: পিটিআই

বিমানবন্দর থেকে ধোনি রওনা দিলেন নিজের গাড়িতে। দর্শক নিউজিল্যান্ড টিম। ছবি: পিটিআই

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ অক্টোবর ২০১৬ ০৩:৪৬
Share: Save:

সিনেমার বাইশ গজে মহেন্দ্র সিংহ ধোনি সুপারহিট। ক্রিকেটের বাইশ গজেও রবিবারের মোহালির পর এমএসডি-র নামের পাশে হিট শব্দটাই বসাতে হবে। এই অবস্থায় যদি তিনি ঢোকেন নিজের শহরে, সিরিজের চতুর্থ ওয়ান ডে খেলতে, উৎসবের মেনুতে কী কী ভেবে নেওয়া যেতে পারে?

স্টেডিয়ামের যাবতীয় টিকিট দু’দিন আগে নিঃশেষ হয়ে যাবে। একটাও পাওয়া যাবে না।

ম্যাচকে ঘিরে নানা ভিভিআইপি সমাগম ঘটবে। বোর্ড কর্তা থেকে হাইপ্রোফাইল রাজনীতিবিদ, সবার।

এবং ব্লকবাস্টার বায়োপিকের সাফল্যকে ঘিরে কিছু না কিছু নিশ্চয়ই হবে।

ঘটনা হল, প্রথম দু’টো হচ্ছে। স্টেডিয়ামের প্রায় সব টিকিট উড়ে গিয়েছে। শোনা গেল, চার হাজার টাকার চড়া দামের টিকিটও নাকি পড়ে নেই। ভিভিআইপি— তাঁরাও থাকবেন। বোর্ড প্রেসিডেন্ট অনুরাগ ঠাকুরের থাকার একটা সম্ভাবনার কথা বলা হল। ঝাড়খণ্ডের মন্ত্রী-আমলারাও থাকবেন অনেকে। শুধু তৃতীয়টা হচ্ছে না। প্ল্যান ছিল, কিন্তু হচ্ছে না।

পুরো ব্যাপারটা কী?

এ দিন রাতে রাঁচিতে ফোন করে জানা গেল, ঝাড়খণ্ড ক্রিকেট সংস্থার কর্তারা নাকি ঠিক করেছিলেন যে, ধোনির বায়োপিকের একটা ‘সাকসেস পার্টি’ ধাঁচের একটা করবেন। যেখানে ভারত এবং নিউজিল্যান্ড দু’টো টিমকে একটা ডিনার পার্টি করার ভাবনা নাকি ছিল। কিন্তু সাম্প্রতিকে ভারতীয় বোর্ডের টালমাটাল পরিস্থিতির কারণে তা নাকি আর এগোয়নি। পরিকল্পনা করেও শেষ পর্যন্ত বাতিল করে দিতে হয়েছে। শোনা গেল, আর পাঁচটা ওয়ান ডে ম্যাচ ঘিরে যা ঘটে, তাই হবে রাঁচিতে। তার বেশি কিছু নয়।

এ দিনই রাঁচিতে পৌঁছে গেল ভারতীয় টিম। একই দিনে আবার শেষ দু’টো ওয়ান ডে-র জন্য টিমও বেছে ফেললেন জাতীয় নির্বাচকরা। সুরেশ রায়না সুস্থ হননি বলে তাঁকে টিমে আর রাখা হয়নি। স্কোয়াডেও কোনও বদল ঘটেনি। বদলের বোধহয় বিশেষ দরকারও নেই। এমনিই ভারত সিরিজে এখন ২-১ এগিয়ে। তার উপর মোহালিতে কোহালি-ধোনি মিলে যে ব্যাটিং করেছেন, তা কেন উইলিয়ামসনের টিমের মনোবল চূর্ণ করে দেওয়ার পক্ষে যথেষ্ট। তার উপর আবার ব্রেন্ডন ম্যাকালাম। যিনি নিজের আত্মজীবনীতে রস টেলর নিয়ে বিস্ফোরণ ঘটিয়েছেন। ম্যাকালাম লিখেছেন, টেলর টিমের অধিনায়ক থাকার সময় কী রকম অবিশ্বাস আর টেনশনের বাতাবরণে ঢাকা পড়েছিল টিম। টেলরের অধিনায়কত্ব থেকে যে কোনও রকম অনুপ্রেরণাও পাওয়া যেত না, তা-ও লিখে দিয়েছেন ম্যাকালাম। একেই টেলরের ভারত সফরের ফর্ম বেশ খারাপ। সে সবের মধ্যে ম্যাকালামের এমন ক্ষেপনাস্ত্র। এবং এ হেন ‘গৃহযুদ্ধে’ আক্রান্ত একটা টিম ফর্মে থাকা কোহালি-ধোনির ভারতের বিরুদ্ধে শেষ দু’টো ম্যাচে কী করে, দ্রষ্টব্য। আগে বলা হয়নি, রাঁচি উইকেটের যা নির্যাস, তা কিন্তু ভাল রকম ব্যাটিং ট্র্যাকই হচ্ছে। অন্তত মোহালির চেয়ে বেশি!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MS Dhoni New Zealand Team India ranchi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE