চাই আর ৯২ রান। তা হলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৭ হাজার রানে পৌঁছবেন মহেন্দ্র সিংহ ধোনি। তিন ফরম্যাট মিলিয়ে এই রানে পৌঁছবেন তিনি।
২০১৮ খুব একটা ভাল যায়নি ধোনির। একটা পঞ্চাশও আসেনি। কিন্তু ২০১৯ সালের গোড়া থেকে ধারাবাহিক রয়েছেন এমএসডি। অস্ট্রেলিয়ার মাটিতে জানুয়ারিতে হওয়া তিন ম্যাচের সিরিজের সেরা হন তিনি। ওই সিরিজে তিন ইনিংসে মাত্র একবার আউট হয়েছিলেন। করেছিলেন ১৯৩ রান। নিউজিল্যান্ডে ওয়ানডে সিরিজে তিন ম্যাচে করেন ৪৯ রান। গড়ও ছিল সেটাই। সর্বাধিক ছিল অপরাজিত ৪৯। চলতি বছরে যাঁরা অন্তত পাঁচ ওয়ানডে খেলেছেন, এমন ব্যাটসম্যানদের মধ্যে সবচেয়ে ভাল গড় তাঁরই। ধোনির গড় এখন ১২১, যা চোখ কপালে তোলার মতোই!
কোনও ম্যাচে প্রত্যাশা পূরণ করতে না পারলে ফিরে এসেছেন পরের ম্যাচে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে যেমন। বিশাখাপত্তনমে প্রথম ম্যাচে ৩৭ বলে অপরাজিত ছিলেন ২৯ রানে। বেঙ্গালুরুতে দ্বিতীয় ম্যাচে ২৩ বলে করলেন ৪০।