Advertisement
E-Paper

শেষ দিনে ভারতের চাই ৭ উইকেট, বাংলাদেশের ৩৫৬ রান

কাল তৃতীয় দিন দাঁতে দাঁত চেপে লড়েছিল বাংলাদেশ মিডল অর্ডার। কিন্তু চতুর্থ দিনের প্রথমার্ধেই ভেঙে পড়ল প্রতিরোধ। অধিনায়ক মুসফিকুর রহিমের সেঞ্চুরি (১২৭) সত্ত্বেও ৩৮৮ রানে গুটিয়ে গেল সফরকারী দলের প্রথম ইনিংস।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০১৭ ১২:১৩
ভারতের উচ্ছ্বাস । ছবি: এপি।

ভারতের উচ্ছ্বাস । ছবি: এপি।

ভারত ৬৮৭/৬ (ডিঃ) এবং ১৫৯/৪ (ডিঃ)

বাংলাদেশ ৩৮৮ এবং ১০৩/৩

২৯৯ রানে প্রথম ইনিংসে লিড নিয়েও বাংলাদেশকে ফলো অন করালেন না বিরাট কোহালি। বরং দ্বিতীয় ইনিংসে দ্রুত ১৫৯ রান তুলে ডিক্লেয়ার করে, ৪৫৯ রানের জয়ের টার্গেট রাখলেন বাংলাদেশের সামনে।

কাল তৃতীয় দিন দাঁতে দাঁত চেপে লড়েছিল বাংলাদেশ মিডল অর্ডার। কিন্তু চতুর্থ দিনের প্রথমার্ধেই ভেঙে পড়ে প্রতিরোধ। অধিনায়ক মুসফিকুর রহিমের সেঞ্চুরি (১২৭) সত্ত্বেও ৩৮৮ রানে গুটিয়ে গেল সফরকারী দলের প্রথম ইনিংস। গতকাল ৬ উইকেটে ৩২২ রানে শেষ করেছিল বাংলাদেশ। আজ ৬৬ রানের মধ্যেই পড়ে যায় বাকি ৪ উইকেট। ভারতীয় বোলারদের মধ্যে যাদব ৩টি, অশ্বিন এবং জাডেজা ২টি করে, কুমার এবং ইশান্ত ১টি করে উইকেট পেয়েছেন। বাংলাদেশের প্রথম ইনিংসের শেষ উইকেট মুসফিকুরকে তুলে নিয়ে অশ্বিন টেস্টে দ্রুততম ২৫০ উইকেটের বিশ্বরেকর্ড গড়লেন।

আরও পড়ুন: নতুন রেকর্ডে রবিচন্দ্রন অশ্বিন

দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ভারত দ্রুত রান তোলায় জোর দেয়। ৪ উইকেটে ১৫৯ করে ইনিংস ডিক্লেয়ার করে দেন কোহালি। ২৯ ওভার ব্যাট করে চার উইকেটে এই রান তুলতে সব থেকে বেশি যাঁর অবদান তিনি চেতেশ্বর পূজারা। করলেন অপরাজিত ৫৪ রান। বিরাট কোহালি করলেন ৩৮। রাহানের রান ২৮। ১৬ রানে অপরাজিত থাকলেন জাডেজা। দুই ওপেনার মুরলী বিজয় ও লোকেশ রাহুলের অবদান ৭ ও ১০।

বাংলাদেশ ৪৫৯ রান টার্গেট করে নামার পর দ্রুত আউট হয়ে যান তামিম ইকবাল (৩), অশ্বিনের বলে কোহালির হাতে ক্যাচ দিয়ে। সৌম্য সরকার জাডেজার বলে রাহানেকে ক্যাচ দিয়ে ফেরেন ৪২ রানে। অশ্বিনের বলে রাহানের হাতে ক্যাচ দিয়ে মোমিমুল হক আউট হয়ে যান ২৭ রান করে। চতুর্থ দিনের শেষে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৩। শাকিব আল হাসান ২১ রানে এবং মাহমুদউল্লাহ ৯ রানে অপরাজিত আছেন। কাল ম্যাচের শেষ দিন বাংলাদেশকে জিততে হলে করতে হবে ৩৫৬ রান। ভারতকে জিততে হলে ফেলতে হবে ৭ উইকেট।

Test cricket India Bangladesh
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy