Advertisement
০৮ মে ২০২৪
Hockey World Cup 2023

জাপানকে আট গোল দিল ভারত

ভারত যে দাপট দেখিয়ে জাপানকে ওড়াল, তাতে বিশ্বাস করাই কঠিন যে পেনাল্টি কর্নারে গোল করায় ব্যর্থতার মাসুল দিয়ে ভারত তাদের অভিযান শেষ করেছে কার্যত খালি হাতে।

রৌরকেল্লায় একচেটিয়া দাপট দেখাতে থাকা ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংহ ও তাঁর দল।

রৌরকেল্লায় একচেটিয়া দাপট দেখাতে থাকা ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংহ ও তাঁর দল। ফাইল ছবি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ জানুয়ারি ২০২৩ ০৬:৫৬
Share: Save:

বিশ্বকাপ হকিতে জাপানকে ৮-০ গোলে হারিয়ে দিল ভারত। প্রথমার্ধ ০-০ হলেও, তৃতীয় কোয়ার্টার থেকে একের পর এক গোল করা শুরু হয় বৃহস্পতিবার। শেষ পর্যন্ত গ্রাহাম রিডের ছেলেরা থামেন আট গোল দিয়ে। তবে শুরুর প্রতিরোধে যাবতীয় কৃতিত্ব জাপানের গোলরক্ষক তাকাশির। আর জোড়া গোল দিয়ে ম্যাচের সেরা হলেন অভিষেক। রৌরকেল্লায় এই জয় ধরলে মুখোমুখি সাক্ষাতে মোট ২৭ বার জাপানকে হারাল ভারত।

গত রবিবার নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে এগিয়ে থেকেও টাইব্রেকারে হেরে বিদায় নিয়েছিলেন হরমনপ্রীত সিংহরা। সে ম্যাচে টাইব্রেকারে গোলের নীচে দুর্ভেদ্য ছিলেন অভিজ্ঞ পি আর সৃজেশ। তিনিই দু’টি শট রুখে দিয়ে ভারতীয় দলের কোয়ার্টার ফাইনালে ওঠার স্বপ্ন উস্কে দিয়েছিলেন। কিন্তু তৃতীয় শট রোখার সময় চোট পেয়ে বসেন সৃজেশ। পরিবর্ত হিসেবে নামা কৃষাণ পাঠক একটি গোল বাঁচালেও শেষরক্ষা করতে পারেননি। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের স্বপ্নভঙ্গ হয়ে যায় সেখানেই।

আশ্চর্যের ব্যাপার, ভারত ছিটকে গেলেও বীরসা মুন্ডা স্টেডিয়ামে এশিয়ান গেমস চ্যাম্পিয়ন জাপানের বিরুদ্ধে ভারতের খেলা দেখতে উপচে পড়েছিল দর্শক। ৩৩ মিনিটে ১-০ করেন মনদীপ সিংহ পেনাল্টি কর্নারে। আর ৩৬ মিনিটে ২-০ হয় অভিষেকের ফিল্ড গোলে। ৩-০ করেন পেনাল্টি কর্নারে প্রতিহত হওয়া বল পেয়ে বিবেক সাগর সুযোগ কাজে লাগানোয়। ৪৪ মিনিটে অভিষেকের দ্বিতীয় ও ভারতের চতুর্থ গোলও ফিল্ড গোল। যা তিনি করেন অসাধারণ একটা রিভার্স হিটে।

রৌরকেল্লায় একচেটিয়া দাপট দেখাতে থাকা ভারতের অধিনায়ক হরমনপ্রীত সিংহ একেবারে ঠিকঠাক পেনাল্টি কর্নারে কাজে লাগিয়ে ৫-০ করে দেন। মনপ্রীত সিংহের সৌজন্যে ৬-০ হয়। এটাও ফিল্ড গোল। দেখতে দেখতে ৫৯ মিনিটে হরমনপ্রীত আবার পেনাল্টি কর্নারে গোল করে দেন। ৭-০ এগিয়েও ভারতীয়দের আগ্রাসন থামেনি। যার ফল, ম্যাচের ঠিক এক ঘণ্টার মাথায় সুখজিৎ সিংহ ভারতের অষ্টম গোলটি করে যান।

ভারত যে দাপট দেখিয়ে জাপানকে ওড়াল, তাতে বিশ্বাস করাই কঠিন যে পেনাল্টি কর্নারে গোল করায় ব্যর্থতার মাসুল দিয়ে ভারত তাদের অভিযান শেষ করেছে কার্যত খালি হাতে। যে কারণে সান্ত্বনার ‘ক্লাসিফিকেশন’ ম্যাচ খেলতে হচ্ছে।

হকি আম্পায়ারের অস্ত্রোপচার: ভুবনেশ্বরে চলতি বিশ্বকাপ হকিতে বুধবার নেদারল্যান্ডস-দক্ষিণ কোরিয়া ম্যাচে একটি শট মারাত্মক গতিতে মুখে এসে লাগে জার্মান আম্পায়ার বেন গোয়েন্টগেনের। এ হেন চোটের জেরে তাঁর দ্রুত অস্ত্রোপচার প্রয়োজন বলেই জানানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE