Advertisement
১৯ এপ্রিল ২০২৪
ভারত ৬ : পাকিস্তান ১

হকিতে রমণদীপদের কাছে ফের চূর্ণ পাকিস্তান

কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে হেরে বিশ্ব হকি লিগ সেমিফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার আশা বৃহস্পতিবারই শেষ হয়ে গিয়েছিল ভারতের। পঞ্চম ও অষ্টম স্থানের লড়াইয়ে এ দিন পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচের ৮ মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন রমণদীপ সিংহ।

উল্লাস: পাকিস্তানকে ফের উড়িয়ে দিল ভারতীয় হকি দল। লন্ডনে গোল করার পরে উৎসব রমণদীপের। (পিছনে) উচ্ছ্বসিত আকাশদীপ সিংহ। ছবি: এপি

উল্লাস: পাকিস্তানকে ফের উড়িয়ে দিল ভারতীয় হকি দল। লন্ডনে গোল করার পরে উৎসব রমণদীপের। (পিছনে) উচ্ছ্বসিত আকাশদীপ সিংহ। ছবি: এপি

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০১৭ ০৫:৩৫
Share: Save:

স্বপ্নভঙ্গের যন্ত্রণা ভুলে নাটকীয় প্রত্যাবর্তন!

বিশ্ব হকি লিগ সেমিফাইনালে মাত্র ছ’দিনের ব্যবধানে দ্বিতীয়বার পাকিস্তানকে উড়িয়ে দিল ভারতীয় হকি দল। এ বার সর্দার সিংহ-রা জিতলেন ৬-১ গোলে।

কোয়ার্টার ফাইনালে মালয়েশিয়ার বিরুদ্ধে হেরে বিশ্ব হকি লিগ সেমিফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার আশা বৃহস্পতিবারই শেষ হয়ে গিয়েছিল ভারতের। পঞ্চম ও অষ্টম স্থানের লড়াইয়ে এ দিন পাকিস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। ম্যাচের ৮ মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন রমণদীপ সিংহ। ২৫ মিনিটে দ্বিতীয় গোল করেন তলবিন্দর সিংহ। পরের তিন মিনিটে দু’টি গোল করেন ভারতীয় খেলোয়াড়রা। ২৭ মিনিটে মননদীপ সিংহ। ২৮ মিনিটে ফের রমণদীপের গোলে এগিয়ে যায় ভারতীয় দল। ৩৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ভারতের হয়ে পঞ্চম গোল করেন হরমনপ্রীত সিংহ।

পাঁচ গোল খেয়ে বিধ্বস্ত পাকিস্তান ৪১ মিনিটে আজাজ আমেদের গোলের পরে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছিল। কিন্তু নীল ঝড়ের সামনে তাদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। ম্যাচের পর গুজরাত থেকে ফোনে উচ্ছ্বসিত ভারতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক ধনরাজ পিল্লাই বললেন, ‘‘পাকিস্তানের বিরুদ্ধে জয় সব সময়ই তাৎপর্যপূর্ণ। মাত্র ছ’দিনের ব্যবধানে ওদের ১৩ গোল দেওয়া কিন্তু সহজ নয়।’’

গত রবিবার লন্ডনে চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের হারের যন্ত্রণা কিছুটা কমেছিল হকির সাফল্যে। বিশ্ব হকি লিগ সেমিফাইনালে পুল ‘বি’-র ম্যাচে পাকিস্তানকে সে দিন ৭-১ গোলে হারিয়েছিলেন রমণদীপরা। মনে করা হচ্ছিল, ট্রফি নিয়েই দেশে ফিরবে ভারতীয় দল। কিন্তু তার পরেই ছন্দপতন। গ্রুপে নিয়মরক্ষার ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে হেরে যায় ভারত। তার পর কোয়ার্টার ফাইনালে র‌্যাঙ্কিংয়ে আট ধাপ পিছনে থাকা মালয়েশিয়ার বিরুদ্ধে অপ্রত্যাশিত হারে খেতাব জয়ের আশা শেষ হয়ে যায় ভারতের।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় দলের দুরন্ত পারফরম্যান্স। অথচ মালয়েশিয়ার বিরুদ্ধে হার। হঠাৎ কী হল সর্দার-দের? কিংবদন্তি হকি তারকার ব্যাখ্যা, ‘‘দু’টো ম্যাচ এক নয়। পাকিস্তানের বিরুদ্ধে খেলোয়াড়রা সব সময়ই তেতে থাকে। এই ম্যাচে সকলেই চায় নিজেদের উজাড় করে দিতে।’’

ভারতের কাছে দু’বার বিধ্বস্ত হওয়ার পরে পাকিস্তান দলের যোগ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। ধনরাজ কিন্তু বলছেন, ‘‘পাকিস্তানকে দুর্বল ভাবার কোনও কারণ নেই।’’ সঙ্গে যোগ করলেন, ‘‘মালয়েশিয়ার বিরুদ্ধে কেন হারলাম, সেটা আমার কাছেও রহস্য। তবে পাকিস্তানের বিরুদ্ধে পরপর জয়ের ফলে চ্যাম্পিয়ন হতে না পারার দুঃখ কিছুটা কমল।’’ পাকিস্তানকে হারিয়ে বিশ্ব হকি লিগ সেমিফাইনালে পঞ্চম স্থান দখলের লড়াইয়ে কানাডার বিরুদ্ধে নামবে ভারতীয় দল।

প্রাক্তন ক্রিকেটার বীরেন্দ্র সহবাগ ভারতীয় হকি দলের প্রশংসা করে টুইটারে পোস্ট করেন, ‘পাকিস্তানের বিরুদ্ধে ৬-১ জেতার জন্য অনেক শুভেচ্ছা ভারতীয় দলকে। গর্ব হচ্ছে।’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE