Advertisement
১৮ মে ২০২৪
Virat Kohli

ধোনি কোথায়? উত্তরে কোহালি বললেন, ‘যান, গিয়ে হ্যালো বলে আসুন’

সাংবাদিক বৈঠকে ধোনিকে নিয়ে কোহালির দিকে উড়ে আসে প্রশ্ন।

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইওয়াশ করার পরে কোহালি। ছবি— পিটিআই।

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইওয়াশ করার পরে কোহালি। ছবি— পিটিআই।

সংবাদ সংস্থা
রাঁচী শেষ আপডেট: ২২ অক্টোবর ২০১৯ ১৭:২৯
Share: Save:

দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করার দিনে চর্চায় মহেন্দ্র সিংহ ধোনি। তৃতীয় টেস্টের চতুর্থ দিনে প্রোটিয়াদের মাটি ধরানোর পরে ভারতের সাজঘরে দেখা যায় মহেন্দ্র সিংহ ধোনিকে।

স্থানীয় ক্রিকেটার শাহবাজ নাদিমের সঙ্গে কথা বলতে দেখা যায় তাঁকে। ভারতের হেড কোচ রবি শাস্ত্রী মাহির সঙ্গে ছবি তুলেছেন।

সেই ছবিতে শাস্ত্রী স্বয়ং লিখেছেন, ‘নিজের ডেরায় কিংবদন্তি।’ সাংবাদিক বৈঠকে ভারতের প্রাক্তন অধিনায়ককে নিয়ে উড়ে আসা এক প্রশ্নের জবাবে কোহালি হাসতে হাসতে বলেন, ‘‘ধোনি এসেছে চেঞ্জ রুমে। যান, ওকে হ্যালো বলে আসুন।’’ ভারত অধিনায়কের এ হেন উত্তর শুনে সবাই হেসে ফেলেন। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় বেশ জনপ্রিয় হয়।

আরও পড়ুন: ‘ভাড় মে গ্যায়া পিচ! শাস্ত্রীর মন্তব্যে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা

বুধবার সরকারি ভাবে সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআই-এর চেয়ারে বসছেন। ২৪ তারিখ বাংলাদেশের সিরিজের জন্য টি টোয়েন্টি ও টেস্টের দল ঘোষণা করা হবে। সৌরভ সম্প্রতি জানিয়েছেন, ধোনি সম্পর্কে নির্বাচকদের কাছ থেকে তিনি খোঁজখবর নেবেন দল ঘোষণার দিন। এ দিন সাংবাদিক বৈঠকে কোহালি বলেন, ‘‘বোর্ড প্রেসিডেন্ট হওয়ায় সৌরভ গঙ্গোপাধ্যায়কে আমি অভিনন্দন জানিয়েছি। যখন আমার সঙ্গে কথা বলতে চাইবে সৌরভ, আমি কথা বলব। ধোনির ভবিষ্যৎ নিয়ে আমার সঙ্গে সৌরভের কোনও কথা হয়নি।’’

দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলেননি ধোনি। তিনি না থেকেও তাঁকে নিয়ে চর্চা সর্বত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE