এ দিন ৪-৪-২ ছকে দল নামিয়েছিলেন ভারতীয় কোচ স্টিফেন কনস্টানটাইন। আক্রমণে শুরু করেছিলেন জেজে লালপেখলুয়া ও সুনীল ছেত্রী। কিন্তু সুনীল-জেজে জুটি প্রথমার্ধে গোল এনে দিতে ব্যর্থ হয় ভারতকে। প্রথমার্ধের খেলার শেষে খেলার ফল ছিল ০-০। কিন্তু বলবন্ত মাঠে নামতেই দ্বিতীয়ার্ধে বদলে যায় ভারতের খেলা। ম্যাচের ৫৬ মিনিটে ভারতকে বহু কাঙ্খিত গোলটি এনে দেন বলবন্ত।
বলবন্তকে ঘিরে সতীর্থদের উচ্ছ্বাস।
নারায়ণ দাসের থেকে পাওয়া বল বাজের মত ঝাঁপিয়ে জালে জড়িয়ে দেন বলবন্ত। ভারতের দ্বিতীয় গোলটিও আসে বলবন্তের পা থেকে। ম্যাচের ৮২ মিনিটে ম্যাকাওয়ের কফিনে শেষ পেড়েকটি পুঁতে দেন বলবন্ত। এ দিনের ম্যাচে ম্যাকাওকে হারানোর ফলে ৩ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ তালিকার শীর্ষে রয়ে গেল ভারত। সঙ্গে টানা ১১টি ম্যাচ অপরাজিত থাকার নজির গড়ল ভারত।