Advertisement
১৬ মে ২০২৪
Tilottama Sen

প্যারিস অলিম্পিক্সে আরও দু’টি কোটা পেল ভারত, এশীয় শুটিংয়ে রুপো অর্জুন, তিলোত্তমার

শুটিং থেকে অলিম্পিক্সের জন্যে আরও দু’টি কোটা পেয়ে গেল ভারত। এশিয়ান চ্যাম্পিয়নশিপে অর্জুন বাবুটা এবং তিলোত্তমা সেন ভারতের হয়ে কোটা এনে দিলেন।

sports

তিলোত্তমা সেন। — ফাইল চিত্র।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ অক্টোবর ২০২৩ ২০:২৭
Share: Save:

শুটিং থেকে অলিম্পিক্সের জন্যে আরও দু’টি ‘কোটা’ পেয়ে গেল ভারত। এশিয়ান চ্যাম্পিয়নশিপে অর্জুন বাবুটা এবং তিলোত্তমা সেন ছেলে এবং মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেল বিভাগে রুপো পেলেন এই দুই শুটার। কোরিয়ার চ্যাংওয়ানে হচ্ছে এই প্রতিযোগিতা।

এ ছাড়া, একই বিভাগের দলগত বিভাগে বাবুটা সোনা জিতেছেন দিব্যাংশ সিংহ পানওয়ার এবং হৃদয় হাজারিকাকে নিয়ে। ভারতের নবম শুটার হিসাবে অলিম্পিক্সের কোটা পেলেন বাবুটা। তিনি বলেছেন, “শেষ বার এত খুশি কবে হয়েছিলাম মনে পড়ছে না। হিসাব কষে এবং পরিকল্পনা করে পদক জিতেছি। আগামী দিনে আরও ভাল করতে চাই।”

১৫ বছরের তিলোত্তমা রুপো পেয়েছে ২৫২.৩ স্কোর করে। সে দশম কোটা অর্জন করেছে। অল্পের জন্য ফাইনালে সোনা জিততে পারেনি। ভারতের রোমিতা জিন্দল ব্রোঞ্জ পেয়েছেন। তিলোত্তমা বলেছে, “যোগ্যতা অর্জন পর্বে অনেক সমস্যার মধ্যে পড়তে হয়েছে। তার পরেই এই ফলাফল হয়েছে। আমি তৃপ্ত।” ফাইনালে এক সময় মনে হচ্ছিল দুই ভারতীয় সোনা এবং রুপো জিতবেন। রোমিতা এক সময় তিলোত্তমার থেকে এগিয়ে গিয়েছিলেন। কিন্তু ২২তম শটের পর সব বদলে যায়। রোমিতা ৯.৯ শট করেন। কোরিয়ার শুটার ইউনজি এগিয়ে যান। রোমিতা শেষ পর্যন্ত তিন নম্বরে শেষ করেন।

এখনও পর্যন্ত ভারতীয়রা রাইফেলে সাতটি, শটগানে দু’টি এবং পিস্তলে একটি কোটা অর্জন করেছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Paris Olympics 2024
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE