Advertisement
২০ এপ্রিল ২০২৪
Pink Ball Test

অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট খেলবেন কোহালিরা, বললেন সৌরভ

গত নভেম্বরে ভারতীয় দল ইডেনে প্রথম বার দিনরাতের টেস্ট খেলেছে। সেই টেস্টে বাংলাদেশকে দাপটে হারিয়েছিল বিরাট কোহালির দল।

ভারতের অস্ট্রেলিয়া সফরেও এমন ছবি দেখা যাবে? ছবি টুইটার থেকে নেওয়া।

ভারতের অস্ট্রেলিয়া সফরেও এমন ছবি দেখা যাবে? ছবি টুইটার থেকে নেওয়া।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ ফেব্রুয়ারি ২০২০ ১৭:৪৩
Share: Save:

বছরের শেষে অস্ট্রেলিয়া সফরে ভারতের দিন-রাতের টেস্ট প্রায় নিশ্চিত। জানিয়ে দিলেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায়। তিনি বলেছেন, "হ্যাঁ, ভারত অস্ট্রেলিয়ায় দিন-রাতের টেস্ট খেলবে। এই বিষয়ে বোর্ডের তরফে পরে সরকারি ভাবে ঘোষণা করা হবে।"

বোর্ড সূত্রে জানা গিয়েছে, শুধু অস্ট্রেলিয়া সফরেই নয়, পরের মরসুমে ঘরের মাঠেও দিন-রাতের টেস্ট খেলবে ভারত। আর সেক্ষেত্রে বিপক্ষে থাকবে ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টেস্ট হবে দিন-রাতের। ফলে, আগামী শীতে কোহালিরা গোলাপি বলে দুটো দিন-রাতের টেস্ট খেলতে চলেছেন। যার একটি দেশে, অন্যটি অস্ট্রেলিয়ায়। যা আভাস মিলছে, তাতে ভারত বনাম অস্ট্রেলিয়ার গোলাপি বলে দিন-রাতের টেস্ট সম্ভবত অ্যাডিলেডে বা পারথে হবে।

আরও পড়ুন: উল্টে গিয়েছে চোখ, বেরিয়ে এসেছে জিভ! এ কেমন ছবি পোস্ট করলেন বিরাট কোহালি!

আরও পড়ুন: জন্মদিনে রানে ফিরে ময়াঙ্ক বললেন, ‘ওই বিশেষ ভুলটা শুধরে নিয়েছি’​

গত নভেম্বরে ভারতীয় দল ইডেনে প্রথম বার দিন-রাতের টেস্ট খেলেছে। সেই টেস্টে বাংলাদেশকে দাপটে হারিয়েছিল বিরাট কোহালির দল। তার পরই জল্পনা শুরু হয়েছিল যে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভারত দিন-রাতের টেস্ট খেলবে কিনা। অধিনায়ক বিরাট কোহালি অবশ্য বলেছিলেন যে তাঁরা চ্যালেঞ্জের জন্য প্রস্তুত। তা সেই ম্যাচ গাব্বা বা পারথ, যে খানেই হোক না কেন।

তবে ২০১৮-১৯ মরসুমে ভারতের শেষ অস্ট্রেলিয়া সফরে দিন-রাতের টেস্ট খেলতে অস্বীকার করেছিলেন কোহালিরা। বলা হয়েছিল, দিন-রাতের ম্যাচ খেলার কোনও অভিজ্ঞতা দলের নেই। তাই ভারত খেলতে চাইছে না। বিশ্বজুড়ে টেস্টের আকর্ষণ কমার দিকে। এই কারণেই দিন-রাতের টেস্টকে দর্শকদের মাঠে টেনে আনার উপায় হিসেবে দেখছেন অনেকে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE