Advertisement
০৪ জুন ২০২৪

টাইব্রেকে হেরে বিদায় রানিদের

বিশ্বকাপে ৪৪ বছরের অভিশাপ কাটাতে নেমেছিলেন রানি রামপালরা। কিন্তু শুট-অফে পরিকল্পনা সঠিক ভাবে কাজে লাগাতে না পারার খেসারতই দিনে হল তাঁদের। ক্যাপ্টেন রানি, মণিকা এবং নভজ্যোৎ কৌর আইরিশ গোলকিপার আয়েইশা ম্যাকফেরানকে পরাস্ত করতে পারেননি শুট অফে। ভারতের এক মাত্র গোলদাতা রিনা।

স্বপ্নভঙ্গ: আয়ারল্যান্ডের রক্ষণ ভাঙার চেষ্টায় রানি রামপাল। টুইটার

স্বপ্নভঙ্গ: আয়ারল্যান্ডের রক্ষণ ভাঙার চেষ্টায় রানি রামপাল। টুইটার

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ অগস্ট ২০১৮ ০৪:০৫
Share: Save:

বিশ্বকাপ হকিতে ইতিহাস গড়া হল না ভারতের মেয়েদের। কোয়ার্টার ফাইনালে নির্ধারিত সময়ে গোলশূন্য থাকার পরে সেই আয়ারল্যান্ডের কাছেই শুট-অফে ১-৩ হারল ভারতের মেয়েরা।
বিশ্বকাপে ৪৪ বছরের অভিশাপ কাটাতে নেমেছিলেন রানি রামপালরা। কিন্তু শুট-অফে পরিকল্পনা সঠিক ভাবে কাজে লাগাতে না পারার খেসারতই দিনে হল তাঁদের। ক্যাপ্টেন রানি, মণিকা এবং নভজ্যোৎ কৌর আইরিশ গোলকিপার আয়েইশা ম্যাকফেরানকে পরাস্ত করতে পারেননি শুট অফে। ভারতের এক মাত্র গোলদাতা রিনা।
তাও ভারতের গোলকিপার সবিতা দুটো গোল বাঁচান। যাতে তাঁর দল লড়াইয়ে থাকে শুট-অফে। কিন্তু আয়ারল্যান্ডকে আটকাতে তা যথেষ্ট ছিল না। রইসিন আপটন, অ্যালিসন মিকি এবং ক্লোই ওয়াটকিন্স দলকে প্রথম বার বিশ্বকাপ সেমিফাইনালে নিয়ে গেলেন শুট-অফে গোল করে।
এ বার বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে আয়ারল্যান্ডের র‌্যাঙ্কিং শেষের দিক থেকে দ্বিতীয়। ১৬। ইটালির ঠিক আগে রয়েছে তারা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার জন্য আয়ারল্যান্ডের অনেক খেলোয়াড়ই নাকি নিজেরা অর্থ খরচ করে নামতেও পিছপা হন না। আরও মজার, লন্ডনে চলা বিশ্বকাপে তাদের কোয়ার্টার ফাইনাল পর্যন্তই হোটেল বুক করা ছিল। এমন একটা দলের নাছোড় মনেভাবের কাছেই পরাস্ত হলেন রানিরা। এর আগেও গ্রুপ পর্যায়ে ভারতের মেয়েরা ০-১ হেরে গিয়েছিলেন এই আয়ারল্যান্ডের বিরুদ্ধেই। ম্যাচের প্রথম থেকেই দুই দল রক্ষণে জোর দিয়েছিল। কোনও দলই সে ভাবে সুযোগ তৈরি করতে প্রথম কোয়ার্টারে। দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণে জোর বাড়ায় দুই দলই। রানিরা প্রথম এবং ম্যাচের এক মাত্র পেনাল্টি কর্নার পান ৪৯ মিনিটে। কিন্তু রানির শট সহজেই বাঁচান আইরিশ গোলকিপার।

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: মেয়েদের ভোট বিশ্লেষণ এবং তর্ক

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hockey India Ireland World Cup
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE