Advertisement
E-Paper

ভারতীয় বোলারদের দাপটে সিরিজ জয় এখন শুধু সময়ের অপেক্ষা

প্রথম ইনিংসে একাই বল হাতে বাজিমাত করেছিলেন অভিষেক হওয়া কুলদীপ যাদব। আর দ্বিতীয় ইনিংসে সেই কাজটি করে গেলেন সকলে মিলে। জাডেজাকে দেখা গেল চেনা ছন্দে। উমেশ যাদবও প্রথম ইনিংসের ধারা ধরে রাখলেন। বল হাতে ছন্দে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৭ ১৭:১৪
মাঠের মধ্যেই বাকযুদ্ধে জড়ালেন অশ্বিন ও ওয়েড। ছবি: রয়টার্স।

মাঠের মধ্যেই বাকযুদ্ধে জড়ালেন অশ্বিন ও ওয়েড। ছবি: রয়টার্স।

চতুর্থ টেস্ট: তৃতীয় দিন

অস্ট্রেলিয়া ৩০০ ও ১৩৭

ভারত ৩৩২ ও ১৯/০

প্রথম ইনিংসে একাই বল হাতে বাজিমাত করেছিলেন অভিষেক হওয়া কুলদীপ যাদব। আর দ্বিতীয় ইনিংসে সেই কাজটি করে গেলেন সকলে মিলে। জাডেজাকে দেখা গেল চেনা ছন্দে। উমেশ যাদবও প্রথম ইনিংসের ধারা ধরে রাখলেন। বল হাতে ছন্দে ফিরলেন রবিচন্দ্রন অশ্বিন। এটা এই ইনিংসের সব থেকে বড় প্রাপ্তি। বল হাতে যখন চূড়ান্ত সফল ভারত তখন ব্যাট হাতে সেই ভাবে সাহায্য পাচ্ছে না দল। যেটা বার বার ব্যাকফুটে ঠেলে দিচ্ছে ভারতীয় দলকে। সিরিজের নির্ণায়ক টেস্টও তার ব্যাতিক্রম হল না। যদিও চতুর্থ টেস্টের তৃতীয় দিন অস্ট্রেলিয়াকে ক্রিজে টিকতেই দিলেন না ভারতের বোলাররা। কেউই হাফ সেঞ্চুরির গন্ডি পেড়তে পারলেন না। কুলদীপ যাদব ছাড়া সকলেই উইকেট পেলেন এদিন।

আরও খবর: অবসর নিলেন ভারতের জামাই শ্যন টেট

তৃতীয় দিন ভারত নেমেছিল ২৪৮/৬ সঙ্গে নিয়ে। তখন ক্রিজে রয়েছেন ১০ রান করে ঋদ্ধিমান সাহা ও ১৬ রান করে রবীন্দ্র জাডেজা। যতটা সম্ভব লড়াই দিয়েছিলেন এই দুই ব্যাটসম্যান। কামিন্সের বলে ঋদ্ধিমান আউট হন ৩১ রানে ও জাডেজা ফেরেন ৬৩ রানে। প্রথম ইনিংসে৩০০ রানের লক্ষ্যে নেমে ৩৩২ রানেই শেষ হয়ে যায় ভারতের ইনিংস। দারুণ শুরু করেও বড় রানের ব্যবধান রাখতে না পারা ভারতের বোলাররাই ছিল ভরসা। পুরো ভারতীয় দল প্যাভেলিয়নে ফিরে যায় লাঞ্চের আগেই। লা়ঞ্চের পর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু ততক্ষণে বদলে গিয়েছে উইকেটের চরিত্র। এই সিরিজের যে সেরা উইকেট এটাই তা প্রমাণ হয়ে গিয়েছে আগেই। ব্যাটে রান আসার সঙ্গে সঙ্গে বল হাতে সফল পেসার থেকে স্পিনার সকলেই।

দ্বিতীয় ইনিংসের শুরুতেই উমেশ যাদবের বলে প্যাভেলিয়নে ফিরে যান দুই ওপেনার ম্যাট রেনশ (৮) ও ডেভিড ওয়ার্নার (৬)। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা স্টিভেন স্মিথকে দ্বিতীয় ইনিংসে মাত্র ১৭ রান করেই প্যাভেলিয়নে ফিরিয়ে দেন ভুবনেশ্বর কুমার। অশ্বিনের বলে ১৮ রান করে ফেরেন হ্যান্ডসকম্ব। অস্ট্রেলিয়ার হয়ে ব্যাক্তিগত সর্বোচ্চ রান গ্লেন ম্যাক্সওয়েলের ৪৫। তাঁকে ফেরান অশ্বিন। এর পর শ্যন মার্শ (১), কামিন্স (১২) রানে ফেরার পর খাতাই খুলতে পারেননি ও’কিফ, নাথান লিয়ঁ ও জোস হ্যাজেলউড। তিন জনই ফেরেন কোনও রান না করে।২৫ রান করে অপরাজিত থাকেন ম্যাথু ওয়েড। তিনটি করে উইকেট নেনউমেশ যাদব, রবীন্দ্র জাডেজা ও রবিচন্দ্রন অশ্বিন। একটি উইকেট ভুবনেশ্বর কুমার। ১৩৭ রানে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস গুটিয়ে যাওয়ার পর ব্যাট হাতে ভারত থামে ১৯ রানে। দুই ওপেনার লোকেশ রাহুল (১৩) ও মুরলী বিজয় (৬) ক্রিজে রয়েছেন। হাতে রয়েছে পুরো দুটো দিন। লক্ষ্য মাত্র ৮৭ রান। হাতে রয়েছে ১০ উইকেট। এখান থেকে চেষ্টা করলেও হারা সম্ভব নয়। যা অবস্থা তাতে ম্যাচ শুরুর কয়েক ঘণ্টার মধ্যেই ম্যাচ জিতে সিরিজ দখলে নিতে পারাটা এখন শুধু সময়ের অপেক্ষা।

India Vs Australia 4th Test Ravichandran Ashwin Ravindra Jadeja
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy