Advertisement
১০ মে ২০২৪

ভারত-পাক ম্যাচ সীমান্ত সংঘাতের সমান: অশ্বিন

টিকিট শেষ হয়ে গিয়েছে ম্যাচের কিছু দিন আগেই। ম্যাচের সময় যত বাড়ছে ততই বাড়ছে উন্মাদনা। যে দলই জিতুক, সেই দলই করবে ইতিহাস। বিশ্বকাপে ভারত এ পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি। অন্য দিকে ইডেনে পাকিস্তান কখনও ভারতের কাছে হারেনি। এই অবস্থায় ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত-পাক ম্যাচকে সীমান্ত সংঘাতের সঙ্গে তুলনা করলেন তিনি।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ মার্চ ২০১৬ ১৮:৩৩
Share: Save:

টিকিট শেষ হয়ে গিয়েছে ম্যাচের কিছু দিন আগেই। ম্যাচের সময় যত বাড়ছে ততই বাড়ছে উন্মাদনা। যে দলই জিতুক, সেই দলই করবে ইতিহাস। বিশ্বকাপে ভারত এ পর্যন্ত পাকিস্তানের কাছে হারেনি। অন্য দিকে ইডেনে পাকিস্তান কখনও ভারতের কাছে হারেনি। এই অবস্থায় ম্যাচের উত্তাপ আরও বাড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। ভারত-পাক ম্যাচকে সীমান্ত সংঘাতের সঙ্গে তুলনা করলেন তিনি।

শুক্রবার সাংবাদিক সম্মেলনে ভারতীয় অফস্পিনার বলেন, “ভারত-পাকিস্তান ম্যাচ কখনওই শুধু একটি ম্যাচ নয়। এটার সঙ্গে শুধু সীমান্ত সংঘাতের তুলনা চলে। অ্যাসেজের থেকেও এর মাহাত্ম্য বেশি।” তবে কি এই ম্যাচে ক্রিকেটারদের উপর বাড়তি চাপ থাকে? প্রশ্নটিকে স্ট্রেট ব্যাটেই খেললেন অশ্বিন। বললেন, “চাপ তো যে কোনও ম্যাচেই থাকে। এত দিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার পর কেউই আর বাড়তি চাপ অনুভব করে বলে মনে হয় না। তবে আবেগটা তো এই ম্যাচে একটু বেশি থাকেই।”

নিউজিল্যান্ড ম্যাচে হারলেও দল যে ঘুরে দাঁড়াবেই, সে বিষয়ে নিশ্চিত অশ্বিন। দাবি করলেন, “এই রকম কঠিন অবস্থা থেকে কোনও দল যদি ঘুরে দাঁড়াতে পারে, তা হলে সেটা আমরাই।” ভারতীয় অফস্পিনারের দাবি কতটা সঠিক তা বুধতে অপেক্ষা আর মাত্র কয়েক ঘণ্টার।

আরও পড়ুন:
ফাইনালটা ফাইনালই হয়, কাল জিতলেও তো কেউ কাপ জিতছে না

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

rabichandran ashwin india pakistan match
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE