রজার ফেডেরারের দেশ সুইৎজ়ারল্যান্ডকে হারিয়ে ডেভিস কাপে প্রথম বার কোয়ালিফায়ার্সে উঠল ভারত। ওয়ার্ল্ড গ্রুপ-১-এর টাইয়ে শুক্রবার ২-০ এগিয়ে গিয়েছিল ভারত। কিন্তু শনিবার ডাবলসে এন শ্রীরাম বালাজি এবং ঋত্বিক বোলিপল্লির জুটি হারেন ইয়াকুব পল এবং ডমিনিক স্ট্রিকারের কাছে। এর পরে রিভার্স সিঙ্গলসে সুমিত নাগাল উড়িয়ে দেন জুনিয়র অস্ট্রেলীয় ওপেন চ্যাম্পিয়ন হেনরি বার্নেটকে ৬-১, ৬-৩ ফলে। ভারতের ৩-১ জয় নিশ্চিত হয়ে যায়। শেষ বার ভারত ইউরোপের কোনও দেশকে অ্যাওয়ে টাইয়ে হারিয়েছিল ১৯৯৩ সালে। সে বার শেষ আটে লিয়েন্ডার পেজ, রমেশ কৃষ্ণনরা হারিয়েছিলেন ফ্রান্সকে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)