প্রথম ম্যাচে চিলিকে ৭-০ ও দ্বিতীয় ম্যাচে ওমানকে ১৭-০ হারানের পরে মঙ্গলবার ভারত মুখোমুখি হয়েছিল সুইৎজ়ারল্যান্ডের। প্রথম দুই ম্যাচে সুইসরাও হারিয়েছিল ওমান এবং চিলিকে। ফলে আয়োজক দেশের বিরুদ্ধে আত্মবিশ্বাস নিয়েই শুরু করেছিল সুইসরা। শুরুতেই পেনাল্টি কর্নারও পেয়ে গিয়েছিল তারা। তবে গোল আসেনি। বরং পাল্টা আক্রমণে ভারতকে প্রথম মিনিটেই এগিয়ে দেন মনমিত সিংহ।
কিছুক্ষণ পরেই ম্যাচের ১১ মিনিটে তাঁর জন্মদিনের উৎসব দ্বিতীয় গোল করে যেন পালন করেন মনমিত। এক মিনিট পরেই ভারত এগিয়ে যায় ৩-০ গোলে। এ বার গোলদাতা শারদা তিওয়ারি। পেনাল্টি কর্নার থেকে দুরন্ত ড্র্যাগ ফ্লিকে তিনি ব্যবধান বাড়ান। প্রথম কোয়ার্টারেই ভারত ৩-০এগিয়ে যায়।
দ্বিতীয় কোয়ার্টারে দলের হয়ে ব্যবধান বাড়ান আরশদীপ সিংহ। তৃতীয় কোয়ার্টারেও ভারতীয় দল ক্রমাগত আক্রমণ চালিয়ে গেলেও গোল আসেনি। তবে শেষ কোয়ার্টারে নিজের দ্বিতীয় ও দলের পাঁচ নম্বর গোল করে ৫-০ জয় নিশ্চিত করেন শারদা। দাপটে জিতে কোয়ার্টার ফাইনালে চলে যায় ভারত।
এ দিকে, গত বারের রুপোজয়ী ফ্রান্স অপরাজিত দৌড় ধরে রেখে মঙ্গলবার ৩-২ গোলে হারাল বাংলাদেশকে। এই জয়ে তাঁরা সরাসরি চলে গেল কোয়ার্টার ফাইনালে। তবে প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া কোরিয়াকে ৩-১ হারালেও ছিটকে গেল প্রতিযোগিতা থেকে। অস্ট্রেলিয়ার এক মাত্র জুনিয়র বিশ্বকাপ জয় এসেছিল ১৯৯৭ সালে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)