Advertisement
১৮ এপ্রিল ২০২৪
Sports news

পূজারার ডাবল, ঋদ্ধির সেঞ্চুরি, ১৫২ লিডে কোহালির ইনিংস ডিক্লেয়ার

৯ উইকেটে ৫৬২ রানে ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট কোহালি। প্রথম ইনিংসে ১৫২ রানে এগিয়ে রইল ভারত।

রান নিতে ব্যস্ত ঋদ্ধি-পূজারা। ছবি: রয়টার্স।

রান নিতে ব্যস্ত ঋদ্ধি-পূজারা। ছবি: রয়টার্স।

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৭ ১৩:১২
Share: Save:

অস্ট্রেলিয়া ৪৫১, ভারত ৬০৩/৯ (ডিঃ)

শেষ পর্যন্ত ঋদ্ধিমানের থেকে দরকারি সাপোর্টটা পেলেন চেতেশ্বর পূজারা। এবং নিজেও আজ আবার সামনে থেকে এগিয়ে নিয়ে গেলেন দলকে। ডাবল সেঞ্চুরি করলেন। কেরিয়ারের তৃতীয় টেস্ট ডাবল। আগের দুটোর একটা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই। অন্যটা ইংল্যান্ডের বিরুদ্ধে।

ঋদ্ধিমান করে ফেললেন তাঁর তৃতীয় টেস্ট সেঞ্চুরিটা। আগের দুটো ছিল ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশের বিরুদ্ধে।

কাল দিনের শেষে যখন প্যাভিলিয়নে ফিরছিল এই জুটি তখনও অস্ট্রেলিয়ার থেকে টিম ৯১ রানে পিছিয়ে। পূজারা ১৩০ আর ঋদ্ধি ১৮ রানে অপরাজিত ছিলেন। আজ সকাল থেকে এই সপ্তম উইকেট জুটিই ভারতকে এগিয়ে দিল প্রথম ইনিংসে। ১৯৯ রান করল পূজারা-ঋদ্ধিমান জুটি। পূজারা আউট হন ২০২ করে। ঋদ্ধি করেন ১১৭ রান। উমেশ যাদব ১৬ রান করেন। ৯ উইকেটে ৫৬২ রানে ইনিংস ডিক্লেয়ার করেন বিরাট কোহালি। প্রথম ইনিংসে ১৫২ রানে এগিয়ে রইল ভারত। রবীন্দ্র জাডেজা ৫৪ রানে এবং ইশান্ত শর্মা শূন্য রানে অপরাজিত থাকেন।

পিচের যা অবস্থা তাতে খুব নাটকীয় কিছু না ঘটলে এই টেস্টের মীমাংসা হওয়া মুশকিল। কোহালির বোলাররা ম্যাজিক দেখাতে পারবেন কি?

আরও পড়ুন: কোহালিকে নিয়ে দু’দেশের মধ্যে কাজিয়া চলছেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE