Advertisement
৩১ জানুয়ারি ২০২৩
India tour of Australia

‘এ রকম ঘটনা কাম্য নয়, রোহিতকে তো ফোন করতে পারত বিরাট’

আশিস নেহরার মতে, এমন হওয়া একেবারেই উচিত ছিল না।

রোহিতের চোট নিয়ে বিরাটের মন্তব্যে জন্ম নিয়েছে বিতর্ক।

রোহিতের চোট নিয়ে বিরাটের মন্তব্যে জন্ম নিয়েছে বিতর্ক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ২৭ নভেম্বর ২০২০ ১৫:১৩
Share: Save:

রোহিত শর্মার চোটের ব্যাপারে স্বচ্ছতার অভাব ছিল বলে বিস্ফোরক অভিযোগ এনেছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। সেই প্রসঙ্গেই মুখ খুলেছেন প্রাক্তন জাতীয় পেসার আশিস নেহরা। তাঁর মতে, এমন হওয়া একেবারেই উচিত ছিল না।

Advertisement

চোটের জন্য অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দলে নেই রোহিত। টেস্ট সিরিজের দলে তিনি থাকলেও কবে অস্ট্রেলিয়ায় পৌঁছবেন, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। এই ব্যাপারেই মুখ খুলেছেন বিরাট কোহালি। বলেছেন, কেন রোহিত দলের সঙ্গে অস্ট্রেলিয়া আসেননি, তা তাঁর জানা নেই।

বিরাটের মন্তব্যের পরিপ্রেক্ষিতে আশিস নেহরা বলেছেন, “এটা দুঃখজনক। এমন হওয়া উচিত নয়। দু’জনেই কথা বলে নিতে পারত। অধিনায়ক নিজে বলছে যে এই ব্যাপারে কিছু জানা নেই। এটা খুব দুঃখের। আর বিরাট তো অধিনায়ক, ও নিজেই ফোন করতে পারত। রোহিতের থেকে জানতে পারত। একই ভাবে, রোহিতও কথা বলতে পারত বিরাটের সঙ্গে। এটা খুব হতাশার। আর ২০২০ সালে দাঁড়িয়ে যদি যোগাযোগের অভাব ঘটে, তবে কী ভাবে চলবে?”

আরও পড়ুন: ফিল হিউজ কাণ্ডের ৬ বছর, শ্রদ্ধা জানাল ভারত

Advertisement

আরও পড়ুন: রোহিতের চোট নিয়ে কিছুই জানতাম না, সিরিজ শুরুর আগে বিস্ফোরক বিরাট

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE
Popup Close
Something isn't right! Please refresh.