সেঞ্চুরির হ্যাটট্রিক। ভারতের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে টানা তিন শতরান করলেন স্টিভ স্মিথ। প্রথম অস্ট্রেলীয় হিসাবে এই বিরল কীর্তি গড়লেন তিনি।
এই বছরেরই ১৯ জনুয়ারি বেঙ্গালুরুতে ১৩১ করেছিলেন। শুক্রবার সিডনিতে সিরিজের প্রথম এক দিনের ম্যাচে করেছিলেন ১০৫। রবিবার সিডনিতেই সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে করলেন ১০৪। এর আগে ভারতের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সেঞ্চুরির হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের জাহির আব্বাস, নাসির জামশেদ এবং দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক।
সিরিজের প্রথম ম্যাচে স্মিথের সেঞ্চুরি এসেছিল ৬২ বলে। রবিবারও তিন অঙ্কের রানে পৌঁছতে নিলেন ৬২ বল। ভারতের বিরুদ্ধে তাঁর ৫০ ওভারের ফরম্যাটে যা পঞ্চম শতরান। অন্য সব দেশের বিরুদ্ধে মিলিত ভাবে তাঁর সেঞ্চুরির সংখ্যা ৬। সার্বিক ভাবে এই ফরম্যাটে স্মিথের ১১ সেঞ্চুরি হয়ে গেল। পরিসংখ্যান থেকেই স্পষ্ট, ভারতীয় বোলারদের শাসন করতেই তিনি বেশি পছন্দ করেন।