Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২৩ জানুয়ারি ২০২২ ই-পেপার

দলের হয়ে সবচেয়ে বেশি উইকেট, রেকর্ডের সামনে থাকলেও বাদ পড়লেন শামি

সংবাদ সংস্থা
ক্যানবেরা ০২ ডিসেম্বর ২০২০ ১০:৪৫
সিডনিতে উইকেট নেওয়ার পর শামি। ছবি: সোশ্যাল মিডিয়া

সিডনিতে উইকেট নেওয়ার পর শামি। ছবি: সোশ্যাল মিডিয়া

ক্যানবেরার মাঠে তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে নামা ভারতীয় দলে নেই মহম্মদ শামি। ভারতীয় দলের যে বোলার গত ম্যাচে ৩টি উইকেট নিয়েছিলেন, সিরিজে দলের হয়েও সব চেয়ে বেশি উইকেট নিয়েছেন, তাঁকেই বাদ দিল ভারত। তাঁর বদলে অভিষেক হল প্রথমে নেট বোলার হিসেবে দলে জায়গা পাওয়া টি নটরাজনের।

শামির কি চোট? এমন কিছু অবশ্য জানানো হয়নি ভারতীয় দলের তরফে। আজকের ম্যাচে দুটো উইকেট নিতে পারলেই রেকর্ড গড়তেন মহম্মদ শামি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে এক দিনের ক্রিকেটে ১৫০ উইকেট নেওয়া দ্রুততম বোলার হতেন তিনি। এই রেকর্ডের মালিক অজিত আগরকর এই মাইলস্টোন ছুঁয়েছিলেন ৯৭ ম্যাচে। শামি ৭৯ ম্যাচে নিয়েছেন ১৪৮ উইকেট। ক্যানবেরায় ২টো উইকেট নিলেই আগরকরের রেকর্ড ভেঙে দিতে পারতেন শামি।

ভারতীয় ওপেনার রোহিত শর্মার চোট নিয়ে স্বচ্ছতা নেই বলে বার বার ভারতীয় দল এবং বোর্ডকে প্রশ্নের মুখে পড়তে হয়েছে। এ বার শামির বাদ পড়া নিয়েও সরগরম নেটদুনিয়া। বাদ পড়েছেন ময়াঙ্ক আগরওয়ালও। প্রথম ২ ম্যাচে শিখরের সঙ্গী হয়ে ভাল শুরু করেছিলেন তিনি। ২ ম্যাচে তাঁর মোট রান ৫০। তবু বাদ পড়তে হল তাঁকেও। ময়াঙ্কের বদলে দলে এলেন তরুণ শুভমন গিল। ভারতীয় দল থেকে বাদ পড়েছেন গত ম্যাচে দাগ কাটতে না পারা যুজবেন্দ্র চহাল এবং নবদীপ সাইনিও।

Advertisement

আরও পড়ুন

Advertisement