গ্রাফিক: শৌভিক দেবনাথ
লায়ন জানেন যে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনের বিরুদ্ধে শক্তিশালী। তাঁরা চেষ্টা করবেন লায়নকে আক্রমণ করে রান তোলার। তিনি বলেন, “ভারত আমাকে আক্রমণ করতে চাইবে। আমি জানি এটা ওদের এক ধরনের পরিকল্পনা। আমিও তৈরি। আমি জানি কখন আক্রমণ করব, কখন রক্ষণাত্মক বোলিং করব।” ৩৯১টি টেস্ট উইকেটের মালিক বলেন, “মেলবোর্নে কঠিন লড়াই হবে, আমরাও তৈরি।”