রবিবার মোহালিতে সিরিজের চতুর্থ একদিনের ম্যাচে লজ্জার রেকর্ডের মালিক হলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। চলতি সিরিজে দ্বিতীয়বারের জন্য শূন্য রানে ফিরতে হল তাঁকে। এর আগে কোনও অজি অধিনায়ক দ্বিপাক্ষিক একদিনের সিরিজে দু’বার খাতা না খুলে ফেরেননি।
রবিবার ভুবনেশ্বর কুমারের বলে কোনও রান না করেই বোল্ড হয়েছিলেন ফিঞ্চ। ভুবির ইনসুইঙ্গার তাঁর ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে লেগস্টাম্পে আঘাত হানে। এর আগে হায়দরাবাদে সিরিজের প্রথম একদিনের ম্যাচে জশপ্রীত বুমরার বলে উইকেটকিপার মহেন্দ্র সিংহ ধোনিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। সিরিজে এই দু’বার শূন্য রানে আউট হন ৩২ বছর বয়সী ডানহাতি ব্যাটসম্যান। সেটাই লজ্জার রেকর্ড হয়ে উঠল।
ভারতের বিরুদ্ধে একদিনের সিরিজের আগে রীতিমতো চাপে ছিলেন ফিঞ্চ। ব্যাটে রান আসছিল না। সমালোচনা চলছিল। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও হন ব্যর্থ। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ফিঞ্চ শূন্য করায় তাঁকে নিয়ে চর্চা চরমে ওঠে। নাগপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচে ফিঞ্চ অবশ্য ৩৭ করেন। রাঁচীতে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে করেন ৯৩। যা তাঁর ছন্দে ফেরার ইঙ্গিত বলে মনে করা হচ্ছিল।
আরও পড়ুন: সহজ স্টাম্পিং মিস! সোশ্যাল মিডিয়ায় সমালোচিত ঋষভ পন্থ
আরও পড়ুন: সানিয়া মির্জার বোন বিয়ে করছেন প্রাক্তন ভারতীয় অধিনায়কের ছেলেকে
কিন্তু, মোহালিতে ফের ভিতরে ঢুকে আসা বলে আউট হয়েছেন তিনি। যা ফিঞ্চের টেকনিক নিয়ে আবার প্রশ্নের জন্ম দিচ্ছে। বিশ্বকাপের দলে ডেভিড ওয়ার্নার ফিরছেন নিশ্চিত ভাবেই। ফলে ওপেনিংয়ে ফিঞ্চের জায়গা নড়বড়ে হয়ে উঠছে। অনেকেই তাঁকে বসিয়ে দেওয়ার দাবি তুলেছেন। অস্ট্রেলিয়ার নেতৃত্ব কেড়ে নিয়ে তা প্যাট কামিন্সকে দেওয়ার সওয়ালও করছেন অজি ক্রিকেটপ্রেমীরা। বুধবার নয়াদিল্লিতে নির্ণায়ক একদিনের ম্যাচে ফিঞ্চ অবশ্য আরও একটা সুযোগ পাচ্ছেন রানে ফেরার।
Aaron Finch is the first Australian captain to bag more than one duck in a bilateral ODI series. #INDvAUS
— Sampath Bandarupalli (@SampathStats) March 10, 2019
(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)