Advertisement
০৩ মে ২০২৪
MCG

বক্সিং ডে টেস্টের দর্শক সংখ্যা বাড়ানো হল, প্রতিদিন ৩০ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন

করোনা অতিমারির জন্য প্রতিদিন ২৫ হাজার দর্শককে বক্সিং ডে টেস্ট ম্যাচ দেখার অনুমতি আগে দিয়েছিল ভিক্টোরিয়া প্রশাসন।

দর্শকসংখ্যা বাড়ানো হল বক্সিং ডে টেস্টের।

দর্শকসংখ্যা বাড়ানো হল বক্সিং ডে টেস্টের।

সংবাদ সংস্থা
মেলবোর্ন শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৬:০৫
Share: Save:

২৬ ডিসেম্বর ভারত-অস্ট্রেলিয়ার দ্বিতীয় টেস্ট ম্যাচ। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে হতে চলা সেই টেস্টে দর্শকসংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভিক্টোরিয়া প্রশাসন।

ভিক্টোরিয়ার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্রেট সুট্টন দর্শক সংখ্যা ২৫ হাজার থেকে ৩০ হাজার করার অনুমতি দিয়েছেন। অর্থাৎ ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচের প্রতি দিন ৩০ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন। সাধারণত এমসিজি-তে ১ লক্ষ দর্শক বসে খেলা দেখতে পারেন।

করোনা অতিমারির জন্য প্রতিদিন ২৫ হাজার দর্শককে বক্সিং ডে টেস্ট ম্যাচ দেখার অনুমতি আগে দিয়েছিল ভিক্টোরিয়া প্রশাসন। কিন্তু করোনার প্রকোপ কমে যাওয়ায় দর্শক সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। গত ৪০ দিনে ভিক্টোরিয়ায় নতুন করে কেউই করোনা আক্রান্ত হননি। সেই কারণেই দর্শকসংখ্যা বাড়িয়ে ৩০ হাজার করা হয়েছে।

আরও পড়ুন: প্রয়াত ইটালির ১৯৮২ বিশ্বকাপ জয়ের নায়ক পাওলো রোসি

এদিকে, ১৭ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে ভারত ও অস্ট্রেলিয়ার পিঙ্ক বল টেস্ট। প্রতিদিন ২৭ হাজার দর্শক মাঠে বসে খেলা দেখতে পারবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

MCG India Australia
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE