Advertisement
E-Paper

একদিনের ক্রিকেটে ৫০০তম জয়! দলকে অভিনন্দন জানালেন শাস্ত্রী

১৯৭৪ সালে ভারত প্রথম একদিনের ম্যাচ খেলে। বিপক্ষ ছিল ইংল্যান্ড। অজিত ওয়াড়েকর ছিলেন ভারতের অধিনায়ক। ভারতের প্রথম ওয়ানডে জয় আসে শ্রীনিবাস বেঙ্কটরমনের নেতৃত্বে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ১৭:২০
উচ্ছ্বসিত কোহালি, কুলদীপরা। মঙ্গলবার নাগপুরে। ছবি: পিটিআই।

উচ্ছ্বসিত কোহালি, কুলদীপরা। মঙ্গলবার নাগপুরে। ছবি: পিটিআই।

মঙ্গলবার নাগপুরে নাটকীয় ভাবে অস্ট্রেলিয়াকে শেষ ওভারে হারিয়েছে ভারত। একইসঙ্গে, একদিনের ফরম্যাটে পূর্ণ করেছে ৫০০তম জয়। যে কৃতিত্ব এর আগে শুধু অস্ট্রেলিয়ারই ছিল। আর এই নজিরের জন্য টিম ইন্ডিয়াকে অভিনন্দন জানালেন প্রধান কোচ রবি শাস্ত্রী

১৯৭৪ সালে ভারত প্রথম একদিনের ম্যাচ খেলে। বিপক্ষ ছিল ইংল্যান্ড। অজিত ওয়াড়েকর ছিলেন ভারতের অধিনায়ক। ভারতের প্রথম ওয়ানডে জয় আসে শ্রীনিবাস বেঙ্কটরাঘবনের নেতৃত্বে। ১৯৭৫ সালে লিডসে ইস্ট আফ্রিকার বিরুদ্ধে যা ছিল বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচ। ১০০তম জয় আসে ১৯৯৩ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মহম্মদ আজহারউদ্দিনের নেতৃত্বে। ২০০তম জয় আসে ২০০০ সালে কেনিয়ার বিরুদ্ধে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে। ২০০৭ সালে রাহুল দ্রাবিড়ের নেতৃত্বে ৩০০তম জয় আসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। ২০১২ সালে মহেন্দ্র সিংহ ধোনির নেতৃত্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসে ৪০০তম জয়।

আর ভারতের ৫০০তম জয় এল বিরাট কোহালির নেতৃত্বে বুধবার। কেরিয়ারের ৪০তম সেঞ্চুরির জন্য ম্যাচের সেরাও হন বিরাট। এই জয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজে ২-০ এগিয়ে দিল ভারতীয় ক্রিকেট দলকে। টানটান উত্তেজনার মধ্যে এই জয়কে অভিনন্দন জানিয়েছেন প্রধান কোচ। টুইটে রবি শাস্ত্রী লিখেছেন, “তোমাদের বিশ্বাসের মতোই ভবিষ্যতও ততটাই উজ্জ্বল।” সামনেই বিশ্বকাপ ক্রিকেট। তার আগে এই সিরিজকে দেখা হচ্ছে প্রস্তুতি হিসেবে।

বিজয় শঙ্করকে নিয়ে খেলুন কুইজ

আরও পড়ুন: নিজের শহরে ওয়ানডে খেলতে রাঁচি পৌঁছলেন ধোনি, দেখুন ভিডিয়ো​

আরও পড়ুন: সিরিজ ২-০ হওয়ার নেপথ্যে কুলদীপ যাদব! টুইট করলেন মঞ্জরেকর

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

Cricket Cricketer Ravi Shastri India Cricket ODI
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy