ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলার সম্ভাবনা বাড়ছে মহম্মদ সিরাজের। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে তাঁকে না খেলানোয় প্রশ্ন উঠেছিল। জানা গিয়েছে, ইংল্যান্ড সিরিজে সেই ভুল করতে চায় না বিরাট কোহলীর ভারত।
বিশ্ব টেস্ট ফাইনালে দুই স্পিনার খেলানোয় এমনিই ভারত ব্যাকফুটে ছিল। তার উপর সিরাজের জায়গায় অভিজ্ঞ পেসার ইশান্ত শর্মাকে খেলানোয় প্রশ্ন ওঠে। প্রথম ইনিংসে ইশান্ত তিন উইকেট নিয়েছিলেন। তবু বিশেষজ্ঞদের ধারণা ছিল, ওই পরিস্থিতিতে ইশান্তের থেকেও সিরাজ বেশি কার্যকরী হতেন।
অস্ট্রেলিয়ায় গিয়ে ভাল খেলেছিলেন সিরাজ। দেশের মাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধেও ভাল বোলিং করেছেন। সব মিলিয়ে, ৫টি টেস্টে তাঁর ১৬টি উইকেট রয়েছে।