প্রথমবার ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে জাতীয় দলে ডাক পেয়ে ‘অবিশ্বাস্য’ লাগছে সূর্যকুমার যাদবের। ভারতীয় দল ঘোষণা হওয়ার পর টুইটারে প্রতিক্রিয়া জানান তিনি। লেখেন, ‘এই অনুভুতি অবিশ্বাস্য’।
শনিবার টি ২০ সিরিজের জন্য দল ঘোষণা করে বিসিসিআই। সেই দলে সূর্যকুমার ছাড়াও সুযোগ পেয়েছেন ঈশান কিষাণ, রাহুল তেওয়াটিয়াও। গত আইপিএলে ১৬ ম্যাচে ৪৮০ রান করেছিলেন সূর্যকুমার। ১৪ ম্যাচে ৫১৬ রান করেছিলেন ঈষাণ। অলরাউন্ডার রাহুল ১৪ ম্যাচে ২৫৫ রান করার পাশাপাশি ১০ উইকেটও পান।
শুধু আইপিএল নয়, বিজয় হজারে ট্রফিতেও ধারাবাহিকতা বজায় রেখেছেন ঈষাণ। ঝাড়খণ্ডের হয়ে মধ্যপ্রদেশের বিরুদ্ধে ১৭৩ রানের ইনিংস খেলেছেন তিনি। বুধবার থেকে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। এরপর আরও একটি টেস্ট খেলবে ভারত ও ইংল্যান্ড। তারপরই ১২ মার্চ থেকে শুরু হবে টি ২০ সিরিজ।
The feeling is surreal
— Surya Kumar Yadav (@surya_14kumar) February 21, 2021🧿❤️ pic.twitter.com/RccRbyYpx4