ওভাল টেস্টে ইংল্যান্ড দলে থাকছেন না জস বাটলার। শেষ টেস্টেও তাঁর দলে আসার সম্ভাবনা কম। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। সেই কারণেই দলে নেই তিনি। বাটলারের জায়গায় দলে এসেছেন ক্রিস ওকস। দলে ফিরেছেন মার্ক উড।
গোড়ালির চোটের কারণে গত বছর অগস্টে পাকিস্তানের বিরুদ্ধে শেষ বার টেস্ট খেলেছিলেন ওকস। কাঁধের চোট সারিয়ে ফিরছেন উডও। ইংরেজ কোচ ক্রিস সিলভারউড বলেন, ‘‘ওয়ারউইকশায়ারের হয়ে ওকে যে ভাবে বল করতে দেখেছি, তাতে মনে হয়েছে চোট পুরোপুরি সেরে গিয়েছে। ওকস বলের পাশাপাশি মিডল অর্ডারে ব্যাটও করতে পারে। আমরা এত দিন ওর অভাব বোধ করছিলাম।’’
ওকস আসায় জেমস অ্যান্ডারসন ও অলি রবিনসনের মধ্যে কাউকে বিশ্রাম দিতে পারে ইংরেজ ক্রিকেট দল। বাটলার না থাকায় জনি বেয়ারস্টো উইকেট রক্ষা করবেন। বাটলার ও তাঁর পরিবারকে শুভেচ্ছা জানান ইংরেজ কোচ। তিনি বলেন, ‘‘পরিবারে নতুন সদস্য আসছে। তাই বাটলার এবং ওর পরিবারের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি।’’
দলে ফিরছেন মার্ক উডও টুইটার