Advertisement
২৬ এপ্রিল ২০২৪
India vs England 2021

India vs England 2021: সিরিজে সমতা ফেরাতে পঞ্চম টেস্টে তড়িঘড়ি দুই ক্রিকেটারকে দলে নিল ইংল্যান্ড

ঘরের মাঠে সিরিজে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে শেষ ম্যাচ নিয়ে তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না জো রুটের দল।

রুটদের দলে ফিরলেন দুই ক্রিকেটার।

রুটদের দলে ফিরলেন দুই ক্রিকেটার। ছবি রয়টার্স

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২১ ১৬:১৮
Share: Save:

ঘরের মাঠে সিরিজে পিছিয়ে পড়েছে ইংল্যান্ড। ম্যাঞ্চেস্টারে শেষ ম্যাচ নিয়ে তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না জো রুটের দল। ভারতকে পাল্লা দেওয়ার জন্য দল শক্তিশালী করার প্রয়াস শুরু করে দিল তারা।

পঞ্চম তথা শেষ টেস্টে দলে নেওয়া হল জস বাটলার এবং জ্যাক লিচকে। সম্প্রতি দ্বিতীয় বার বাবা হয়েছেন বাটলার। পরিবারের পাশে থাকার জন্য তিনি চতুর্থ টেস্ট থেকে সরে দাঁড়িয়েছিলেন। উইকেটকিপিং করেছিলেন জনি বেয়ারস্টো। পঞ্চম টেস্টে ফের উইকেটের পিছনে দেখা যাবে বাটলারকে। ইংল্যান্ডের মিডল অর্ডারে নির্ভরযোগ্য ব্যাটসম্যানও তিনি।

এ ছাড়া দলে এসেছেন স্পিনার জ্যাক লিচ। বছরের শুরুতে ভারত সফরে ভাল খেলায় তাঁকে দলে ফেরানো হয়েছে। ম্যাঞ্চেস্টারের পিচেও স্পিনাররা সাহায্য পেতে পারেন বলেই এই সিদ্ধান্ত। মইন আলি আগে থেকেই দলে রয়েছেন। ইংল্যান্ডের দল থেকে ছেড়ে দেওয়া হয়েছে স্যাম বিলিংসকে।

পুরো দল: রোরি বার্নস, হাসিব হামিদ, মইন আলি, জনি বেয়ারস্টো, জো রুট, জস বাটলার, ড্যান লরেন্স, অলি রবিনসন, স্যাম কারেন, মার্ক উড, জেমস অ্যান্ডারসন, জ্যাক লিচ, অলি পোপ, দাভিদ মালান এবং ক্রেগ ওভার্টন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE