ম্যাঞ্চেস্টারে এসেও ভারতীয় দলে করোনার হানা। ভারতীয় দলের এক সাপোর্ট স্টাফের করোনা ধরা পড়েছে। যে কারণে পঞ্চম টেস্ট শুরুর আগের দিন বৃহস্পতিবার ভারতের অনুশীলন বাতিল হয়ে গেল। তবে কে সেই সাপোর্ট স্টাফ তাঁর নাম প্রকাশ করা হয়নি। কিন্তু এই ঘটনা ভারতীয় শিবিরে চিন্তা বাড়িয়ে দিয়েছে। এমনকী চিন্তা তৈরি হয়েছে ম্যাঞ্চেস্টারে শুক্রবার থেকে শুরু হতে চলা টেস্ট নিয়েও। এখনও টেস্ট শুরুর ব্যাপারে সবুজ সঙ্কেত পাওয়া যায়নি।
এক ক্রিকেট ওয়েবসাইটের খবর অনুযায়ী, ভারতীয় দলের প্রতিটি সদস্যকে তাঁদের হোটেলের ঘরেই থাকতে বলা হয়েছে। বুধবার বিকেলে প্রত্যেকের কোভিড পরীক্ষা হয়। তার ফল জানা যায় বৃহস্পতিবার সকালে। সেখানেই ওই সাপোর্ট স্টাফের ফলাফল পজিটিভ এসেছে। এরপরেই ফের ভারতীয় দলের সদস্যদের আর এক রাউন্ড কোভিড পরীক্ষা হয়। সেই ফলাফল এখনও জানা যায়নি। সেখানে কারওর ফল পজিটিভ এলে বাতিল হয়ে যেতে পারে এই টেস্ট।