অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ব্রিসবেনের ঐতিহাসিক টেস্টে তিনি খেলতে পারেননি চোটের কারণে। কিন্তু ঘরের মাঠে জো রুটদের বিরুদ্ধে খেলার জন্য তৈরি যশপ্রীত বুমরা। বিশ্বের অন্যতম সেরা পেসারের বিরুদ্ধে মাঠে নামার আগেই কিন্তু চিন্তায় পড়ে গিয়েছে ইংল্যান্ড। তাদের ওপেনার রোরি বার্নস স্বীকার করেছেন, বুমরার মতো বোলারের বিরুদ্ধে আগাম পরিকল্পনা করে খেলতে নামা কঠিন।
গত কালই শ্রীলঙ্কা সফর শেষ করে ভারতে পা রেখেছে ইংল্যান্ড। তবে তার আগেই ইংল্যান্ড থেকে চেন্নাইয়ে পৌঁছে গিয়েছেন বার্নস। ফলে জফ্রা আর্চার, বেন স্টোকসদের সঙ্গে রবিবার থেকেই অনুশীলনে নেমে যেতে পারবেন এই ওপেনার। তার আগে বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বার্নস বলেছেন, ‘‘বুমরার বিরুদ্ধে খেলার জন্য আগাম প্রস্তুতি নেওয়া বেশ কঠিন।’’ কেন, তারও ব্যাখ্যা দিয়েছেন ইংল্যান্ড ওপেনার। বলেছেন, ‘‘যে ভাবে দৌড়ে এসে বুমরা বল করে, সে রকম আর কেউ করে না। ওর বোলিং অ্যাকশনটা ব্যতিক্রমী। বুমরা যে কঠিন কোণ থেকে বলটা করে, সেটা সামলানোই আসল ব্যাপার।’’
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের দুরন্ত সিরিজ জয়ে নজর রেখেছিলেন বার্নস। যা নিয়ে তিনি বলেছেন, ‘‘ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে সিরিজটা আমি দেখেছি। ভারতীয় ক্রিকেটাররা দারুণ ফর্মে ছিল। বেশ কয়েকটা ম্যাচে প্রথম একাদশের ক্রিকেটাররা না খেলা সত্ত্বেও সিরিজ জিতে এসেছে। ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে খেলাটা সব সময়ই বড় পরীক্ষা। এই চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য মুখিয়ে আছি।’’