Advertisement
০৪ মে ২০২৪
Hardik Pandya

কাল প্রথমবার জাতীয় দলের জার্সিতে একসঙ্গে নামবেন হার্দিক-ক্রুনাল

ভারতীয় ক্রিকেটে এর আগে দুই ভাইয়ের একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার উদাহরণ দুটো রয়েছে। মহিন্দার অমরনাথ ও সুরিন্দার অমরনাথ এবং ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের পর হার্দিক-ক্রুনাল থাকতে চলেছেন তালিকার তিনে।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একসঙ্গে খেলতে দেখা গিয়েছে হার্দিক-ক্রুনালকে। ছবি: এএফপি।

আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে একসঙ্গে খেলতে দেখা গিয়েছে হার্দিক-ক্রুনালকে। ছবি: এএফপি।

নিজস্ব প্রতিবেদন
ওয়েলিংটন শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৩:২৫
Share: Save:

এই প্রথমবার! বুধবার ওয়েলিংটনের ওয়েস্ট প্যাক স্টেডিয়ামে জাতীয় দলের হয়ে প্রথমবার খেলতে দেখা যাবে হার্দিক ও ক্রুনাল, দুই ভাইকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টি-টোয়েন্টি তাই পান্ড্য ভাইদের কাছে হয়ে উঠতে চলেছে স্মরণীয়।

ভারতীয় ক্রিকেটে এর আগে দুই ভাইয়ের একইসঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটে খেলার উদাহরণ দুটো রয়েছে। মহিন্দার অমরনাথ ও সুরিন্দার অমরনাথ এবং ইরফান পাঠান ও ইউসুফ পাঠানের পর হার্দিক-ক্রুনাল থাকতে চলেছেন তালিকার তিনে।

মহিন্দার-সুরিন্দারের বাবা লালা অমরনাথও অবশ্য খেলেছেন দেশের হয়ে। ভারতের হয়ে টেস্টে প্রথম সেঞ্চুরিও লালার। তিনি মোট ২৪ টেস্ট খেলেছিলেন। মহিন্দার ও সুরিন্দার যথাক্রমে ৬৯ ও ১০ টেস্ট খেলেন দেশের হয়ে। ১৯৮৩ সালে ভারতের বিশ্বকাপ জয়েও বড় ভূমিকা ছিল মহিন্দারের। তিনি ৮৫ একদিনের ম্যাচও খেলেন। ইরফান পাঠান আবার দেশের হয়ে ২৯ টেস্ট, ১২০ ওয়ানডে ও ২৪ টি-টোয়েন্টি খেলেছেন। তাঁর দাদা ইউসুফ পাঠান দেশের হয়ে ৫৭ ওয়ানডে এবং ২২ টি-টোয়েন্টি খেলেছেন। ইরফান-ইউসুফ বেশ কিছু ম্যাচ একসঙ্গে খেলেছেন।

আরও পড়ুন: ‘বিশ্বকাপে যে কোনও দলের কাছেই বিধ্বংসী হয়ে উঠতে পারে বুমরা’​

আরও পড়ুন: দলে তিন কিপার? নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০তে কেমন দল নামাতে পারেন রোহিত

পাঠান-ভাইদের মতো পান্ড্য-ভাইরাও ভদোদরার। এর আগেও দু’জনে একসঙ্গে জাতীয় দলের হয়ে খেলতে পারতেন। কিন্তু, ইংল্যান্ডে টি-টোয়েন্টি সিরিজে স্কোয়াডে থাকলেও ক্রুনালকে কোনও ম্যাচে খেলানো হয়নি। হার্দিক যদিও সিরিজের তিন ম্যাচেই খেলেছিলেন। ক্রুনাল আবার অস্ট্রেলিয়ায় তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রত্যেক ম্যাচেই খেলেছিলেন। কিন্তু, হার্দিক তখনও চোট সারিয়ে উঠতে পারেননি। এ বার নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে দু’জনেই আছেন স্কোয়াডে। আর যা আভাস মিলছে, তাতে প্রথম দলেও থাকছেন দুই ভাই।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE