Advertisement
২২ মে ২০২৪
Mahendra Singh Dhoni

‘ম্যাচ জিততে হলে ধোনিকে আগে ফেরাতেই হবে’

অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজের আগে ধোনির পারফরম্যান্স নিয়ে উঠছিল প্রশ্ন। ম্যাচ শেষ করে আসার ক্ষমতা তাঁর রয়েছে কিনা, তা নিয়ে ক্রিকেটমহলে চলছিল জল্পনা। কিন্তু অস্ট্রেলিয়ায় টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি করেছেন ধোনি।

ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেন কিউই অলরাউন্ডার নিশাম।

ধোনিকে প্রশংসায় ভরিয়ে দিলেন কিউই অলরাউন্ডার নিশাম।

নিজস্ব প্রতিবেদন
ওয়েলিংটন শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০১৯ ১৮:১৭
Share: Save:

মহেন্দ্র সিংহ ধোনিকে আউট করলে তবেই ম্যাচ জেতা সম্ভব। ধোনিকে না ফেরানো পর্যন্ত জয় নিশ্চিত নয়। শনিবার ওয়েলিংটনে এমনই বললেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার জেমস নিশাম।

অস্ট্রেলিয়ায় একদিনের সিরিজের আগে ধোনির পারফরম্যান্স নিয়ে উঠছিল প্রশ্ন। ম্যাচ শেষ করে আসার ক্ষমতা তাঁর রয়েছে কিনা, তা নিয়ে ক্রিকেটমহলে চলছিল জল্পনা। কিন্তু অস্ট্রেলিয়ায় টানা তিন ম্যাচে হাফ-সেঞ্চুরি করে ধোনি নিন্দুকদের চুপ করিয়ে দিয়েছেন। নিউজিল্যান্ডে সিরিজের তৃতীয় ও চতুর্থ একদিনের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য খেলেননি তিনি। তার আগে মাউন্ট মাউনগানুইয়ে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচে ৪৮ রানে অপরাজিত ছিলেন এমএসডি। উইকেটের পিছনে গ্লাভস হাতেও বরাবরের মতো বিশ্বস্ত থেকেছেন তিনি।

চোট সারিয়ে রবিবার ভারতের প্রথম এগারোয় ফিরছেন ধোনি। তাঁকে নিয়ে প্রশ্নের উত্তরে নিশাম বলেন, “রেকর্ডই ধোনির হয়ে কথা বলছে। ও হল অসাধারণ ক্রিকেটার। জানি বিশ্বকাপের স্কোয়াডে ধোনির থাকা উচিত কিনা, তা নিয়ে অনেক চর্চা হয়েছে। মিডল অর্ডারে ও ধীর-স্থির ভাব আনছে। ওঁকে বোলিংয়ের সময় এটা মাথায় থাকেই যে আউট করা না গেলে জেতা যাবে না।”

আরও পড়ুন: সুপারমার্কেটে কেনাকাটার ছবি পোস্ট করে ট্রোলড হলেন রোহিত​

আরও পড়ুন: কোহালিই এখন বিশ্বের সেরা ব্যাটসম্যান, সংশয় নেই স্টিভ ওয়ার​

হ্যামিলটনের মতো ওয়েলিংটনেও সিম-সহায়ক পিচের প্রত্যাশা করছেন নিশাম। তাঁর কথায়, “হ্যামিলটনের কন্ডিশনে আমাদের সুবিধা হয়েছিল। ট্রেন্ট বোল্ট বেশি সুইং পাচিছল ওখানে। ভারতের মতো দলকে ৯০-এর মতো রানে থামিয়ে দেওয়া বিশাল কৃতিত্বের।” প্রসঙ্গত, হ্যামিলটনে ভারতকে ৯২ রানে থামিয়ে দিয়েছিল নিউজিল্যান্ড। এবং আট উইকেটে জিতে সিরিজ ৩-১ করে ফেলেছে কিউইরা। নিশাম সেই ম্যাচে খেলেছিলেন। এবং ভারতের ইনিংসের শেষ উইকেটও নিয়েছিলেন প্রথম ওভারের পঞ্চম বলে।

(আইসিসি বিশ্বকাপ হোক বা আইপিএল, টেস্ট ক্রিকেট, ওয়ান ডে কিংবা টি-টোয়েন্টি। ক্রিকেট খেলার সব আপডেট আমাদের খেলা বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricketer Mahendra Singh Dhoni
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE