Advertisement
E-Paper

নিউজিল্যান্ডকে হারিয়ে টি২০ সিরিজ জয় ভারতের

ভারত সফরের শেষ ম্যাচে দেখার টি২০ সিরিজের শেষ ম্যাচ জিতে ওডিআই সিরিজ হারের বদলা নিতে পারে কি না নিউজিল্যান্ড, নাকি ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখে ভারত!

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০১৭ ১৯:১৯

৬ রানে শেষ টি২০ ম্যাচ জিতে সিরিজ জিতে নিল ভারত। কিউয়ি ব্রিগেডকে হারানোর পাশাপাশি ঘরে মাঠে জয়ের ধারা বজায় রাখল ধোনি-হার্দিকরা।

• ৮ ওভারে নিউজিল্যান্ড ৬১/৬।

• ৭ ওভারে নিউজিল্যান্ড ৪৯/৫।

• রান আউট হলেন টম ব্রুস।

আউট...

• বুমরার বলে আউট হলেন হেনরি নিকোলস(২)।

আউট...

• ৫ ওভারে নিউজিল্যান্ড ৩৬/৪।

• আউট হলেন গ্লেন ফিলিপ্স।

• রান আউট হলেন কিউয়ি অধিনায়ক।

আউট...

• ৪ ওভারে নিউজিল্যান্ড ২৬/২।

• ২ ওভারে নিউজিল্যান্ড ১০/২।

• প্রথম উইকেট হারাল নিউজিল্যান্ড। আউট হলেন মার্টিন গাপ্টিল।

আউট...

• ব্যাট হাতে নামল নিউজিল্যান্ডের দুই ওপেনার কলিন মুনরো এবং মার্টিন গাপ্টিল।

• ৮ ওভারে ভারত ৬৭/৫।

• আউট হলেন মণীশ পান্ডে(১৭)।

আউট...

• ৬ ওভারে ভারত ৫০/৪

• ফের উইকেট হারাল ভারত। আউট হলেন শ্রেয়স আইয়ার।

আউট...

• ৫ ওভারে ভারত ৪০/১।

• আউট হলেন ভারত অধিনায়ক বিরাট কোহালি(১৩)।

আউট...

• পর পর দুই বলে আউট হলেন দুই ওপেনার।

• ফের উইকেট হারাল ভারত। আউট হলেন রোহিত শর্মা।

• প্রথম উইকেট হারাল ভারত। আউট হলেন শিখর ধবন।

আউট...

• ২ ওভারে ভারত ১৪/০।

• ১ ওভার শেষে ভারত ৭/০।

• শুরু হল খেলা।

• টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিউজিল্যান্ডের।

• মাঠে নামল দুই দলের অধিনায়ক।

• ৯:৩০ থেকে শুরু হবে খেলা। ৯:১৫-এ টস হবে। ২০ ওভারের পরিবর্তে খেলা হবে ৮ ওভারের।

• ন'টায় পিচ পরিদর্শনে আসবেন ম্যাচ অফিসিয়ালরা।

• পিচ পরিদর্শনে মাঠে আম্পায়াররা।

• কভার মাঠের বাইরে নিয়ে আসছেন গ্রাউন্ডসম্যানরা। উচ্ছ্বাস গ্যালারিতে উপস্থিত সমর্থকদের মধ্যে।

• ফের এক বার মাঠে নামলেন গ্রাউন্ডসম্যানরা। ম্যাচের ভবিষ্যত নিয়ে সংশয় স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের মনে।

আরও পড়ুন: প্রথম অস্ট্রেলীয় হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে নজির স্টার্কের

• যদি ৮:০১ এ খেলা শুরু না হয়, তা হলে প্রতি চার মিনিটে ওভারের সংখ্যা কমবে।

• ধীরে ধীরে খেলার উপযুক্ত হচ্ছে মাঠ। গ্রাউন্ডসম্যানরা ম্যাচ করার জন্য সম্পূর্ণ ভাবে সচেষ্ট। ৮:০১-এ শুরু হতে পারে খেলা। সেক্ষেত্রে ১ ওভার কমবে ম্যাচে। ১৯ ওভারের হবে খেলা।

আরও পড়ুন: ভারতীয় দলে এখনও ধোনিকে প্রয়োজন: সহবাগ

• তৃতীয় টি২০ ম্যাচের ভাগ্য বিশবাঁও জলে। ম্যাচ শুরু হলেও কমবে ওভার।

• আউট ফিল্ড এখনও ভেজা। মাঠ পরিদর্শনে পিচ কিউরেটর।

• এখনও মাঠের অবস্থা একই রকম। কভারে ছেয়ে আছে মাঠ।

• গ্রিন ফিল্ডের মাঠ ছেয়ে গেছে কভারে। মাঠে উপস্থিত গ্রাউন্ডসম্যানরা।

• গ্রিন ফিল্ডের মাঠ ছেয়ে গেছে কভারে। মাঠে উপস্থিত গ্রাউন্ডসম্যানরা।

• বৃষ্টির কারণে দেরিতে শুরু হবে ম্যাচ। টুইট করে জানাল বিসিসিআই।

• আকাশে ঘন মেঘের ঘনঘটা। ম্যাচ শুরু হওয়া নিয়ে সংশয় স্টেডিয়ামে উপস্থিত ক্রিকেট প্রেমীরা।

ভারত সফরের শেষ ম্যাচে তিরুঅনন্তপুরমে খেতাবি লড়াইয়ে টিম ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ফিরোজ শা কোটলায় প্রথম ম্যাচে ভারতের কাছে ৫৩ রানে হারতে হলেও, দ্বিতীয় ম্যাচে দুরন্ত ভাবে সিরিজে ফিরে আসে কিউয়ি ব্রিগেড। রাজকোটে কলিন মুনরোর অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভর করে ৪০ রানে ভারতকে পরাজিত করে নিউজিল্যান্ড। এই পরিস্থিতিতে দেখার টি২০ সিরিজের শেষ ম্যাচ জিতে ওডিআই সিরিজ হারের বদলা নিতে পারে কি না নিউজিল্যান্ড, নাকি ঘরের মাঠে জয়ের ধারা বজায় রাখে ভারত!

India New Zealand T20 Thiruvananthapuram ভারত তিরুঅনন্তপুরম নিউজিল্যান্ড
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy