Advertisement
১০ মে ২০২৪

জিততেই হবে শ্রীলঙ্কা সিরিজ, না হলেই এক থেকে নেমে সাতে

শ্রীলঙ্কা সিরিজের ফলের উপর নির্ভর করবে ভারতের টি২০ র‌্যাঙ্কিং। গত সপ্তাহেই অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। তবে সেই শীর্ষ স্থান ধরে রাখতে হলে শ্রীলঙ্কা সিরিজ জিততেই হবে ভারতকে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ১৩:৫৬
Share: Save:

শ্রীলঙ্কা সিরিজের ফলের উপর নির্ভর করবে ভারতের টি২০ র‌্যাঙ্কিং। গত সপ্তাহেই অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে টি২০ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। তবে সেই শীর্ষ স্থান ধরে রাখতে হলে শ্রীলঙ্কা সিরিজ জিততেই হবে ভারতকে। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে বুধবার থেকে। তাঁর আগে তৈরি ধোনি ব্রিগেড। বিশ্রাম দেওয়ার জন্য এই সিরিজে নেই বিরাট কোহলি। বিরাট কোহলি না থাকায় ব্যাটিংয়ে ধোনিকে নির্ভর করতে হবে ফর্মের শীর্ষে থাকা সুরেশ রায়না, রোহিত শর্মাদের উপর। ভারতের বোলিং ডিপার্টমেন্টও সাফল্য পেয়েছে টি২০তে। কিন্তু সিরিজে জয় পেতে হলে নির্ভর করতে হবে ব্যাটসম্যানদের উপর। যদিও এই র‌্যাঙ্কিং ঘিরে রয়েছে অনেক হিসেব।

এক, যদি ভারত ৩-০তে সিরিজ জিতে নেয় তাহলে স্বাভাবিকভাবেই শীর্ষ স্থান থাকবে ভারতেরই দখলে। শ্রীলঙ্কা তিন থেকে নেমে যাবে সাতে।

দুই, যদি ভারত ২-১এ সিরিজ জেতে তাহলেও ভারত শীর্ষে থাকবে। কিন্তু শ্রীলঙ্কার র‌্যাঙ্কিংয়ে পরিবর্তন হবে। উঠে আসবে চারে।

তিন, যদি শ্রীলঙ্কা সিরিজ ৩-০তে বা ২-১ জিতে নেয় তাহলে কিন্তু এক ধাক্কায় ভারত নেমে যাবে সাত নম্বরে। যেটা অবশ্যই চাইবেন না ধোনি। এই ক্ষেত্রে শ্রীলঙ্কা উঠে আসবে শীর্ষে।

এই মুহূর্তে শীর্ষে রয়েছে ভারত। দ্বিতীয় স্থানে ওয়েস্ট ইন্ডিজ ও তৃতীয় স্থানে শ্রীলঙ্কা।

আরও খবর

এক নজরে টি-টোয়েন্টি বিশ্বকাপের ক্রীড়াসূচি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

india srilanka series ranking
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE