শ্রীলঙ্কা সিরিজের ফলের উপর নির্ভর করবে ভারতের টি২০ র্যাঙ্কিং। গত সপ্তাহেই অস্ট্রেলিয়ায় সিরিজ জিতে টি২০ র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে ভারত। তবে সেই শীর্ষ স্থান ধরে রাখতে হলে শ্রীলঙ্কা সিরিজ জিততেই হবে ভারতকে। তিন ম্যাচের এই সিরিজ শুরু হবে বুধবার থেকে। তাঁর আগে তৈরি ধোনি ব্রিগেড। বিশ্রাম দেওয়ার জন্য এই সিরিজে নেই বিরাট কোহলি। বিরাট কোহলি না থাকায় ব্যাটিংয়ে ধোনিকে নির্ভর করতে হবে ফর্মের শীর্ষে থাকা সুরেশ রায়না, রোহিত শর্মাদের উপর। ভারতের বোলিং ডিপার্টমেন্টও সাফল্য পেয়েছে টি২০তে। কিন্তু সিরিজে জয় পেতে হলে নির্ভর করতে হবে ব্যাটসম্যানদের উপর। যদিও এই র্যাঙ্কিং ঘিরে রয়েছে অনেক হিসেব।
এক, যদি ভারত ৩-০তে সিরিজ জিতে নেয় তাহলে স্বাভাবিকভাবেই শীর্ষ স্থান থাকবে ভারতেরই দখলে। শ্রীলঙ্কা তিন থেকে নেমে যাবে সাতে।