Advertisement
০৩ মে ২০২৪
Sports News

দিন-রাতের টেস্ট খেলবে না ভারত, জানিয়ে দেওয়া হল অস্ট্রেলিয়াকে

ক্রিকেট অস্ট্রেলিয়া এমনটাই ইচ্ছে প্রকাশ করেছিল। গত দু’বছরে তারা বার বার সব ট্যুরেই একটি করে গোলাপী বলের টেস্ট খেলেছে। ভারত সফরেও তেমনটাই চেয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৭ মে ২০১৮ ১৬:১৩
Share: Save:

এতদিন শুধুই আলোচনার স্তরে ছিল বিষয়টি। মন্তব্য পাল্টা মন্তব্যই চলছি দুই দেশের ক্রিকেট বোর্ডের মধ্যে। শেষ পর্যন্ত সোমবার অফিসিয়ালি জানিয়ে দেওয়া হল দিন-রাতের টেস্ট ম্যাচ খেলবে না ভারত। ক্রিকেট অস্ট্রেলিয়াকে সে কথা সরকারিভাবে জানিয়ে দিল বিসিসিআই। ভারতীয় দলের নিয়মিত প্লেয়ারদের মধ্যে চেতেশ্বর পূজারা ও মুরলী বিজয়ইগোলাপী বলের টেস্ট খেলেছেন। তাও সেটা দলীপ ট্রফির।

ক্রিকেট অস্ট্রেলিয়া এমনটাই ইচ্ছে প্রকাশ করেছিল। গত দু’বছরে তারা বার বার সব ট্যুরেই একটি করে গোলাপী বলের টেস্ট খেলেছে। ভারত সফরেও তেমনটাই চেয়েছিল অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড। প্রথম দিকে রাজিও হয়ে গিয়েছিল বলে শোনা গিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। কিন্তু বেঁকে বসেন খোদ ভারতীয় দল। সঙ্গে পরিষ্কার করে দলের হেড কোচ রবি শাস্ত্রী জানিয়ে দেন তাঁরা দিন-রাতের টেস্ট কোনওভাবেই খেলবে না।

কমিটি অব অ্যাডমিনিস্ট্রেটর্সের সঙ্গে দেখা করে সে কথা জানিয়েও দেন রবি শাস্ত্রী। তাঁর মতে, গোলাপী বলে টেস্ট খেলতে হলে ১৮ মাসের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। কার্যকরী সচিব অমিতাভ চৌধুরী সেই বার্তা ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ জেমস সাদারল্যান্ডকে পৌঁছে দিয়েছেন। ক্রিকেট অস্ট্রেলিয়া চেয়েছিল, ৬-১০ ডিসেম্বর প্রথম টেস্টটিই অ্যাডিলেডে দিন-রাতের খেলবে।

আরও পড়ুন
আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের অধিনায়ক রাহানে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Cricket Cricket Australia BCC Day-Night Test
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE