Advertisement
২০ মে ২০২৪

হারারেতে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জিতল ভারত

হারারেতে দ্বিতীয় ওয়ান ডে-তে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ পকেটে পুড়ল রাহানের ভারত। সৌজন্যে ভুবনেশ্বর কুমারের বোলিং। তবে রবিবারের হারারেতে ব্যাটিংটাও ভাল করল ভারত। হারারেতে রবিবার দ্বিতীয় ওয়ানডে-তে টসে জিতে ভারতের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে।

ছবি:এএফপি।

ছবি:এএফপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১২ জুলাই ২০১৫ ১৩:২৭
Share: Save:

হারারেতে দ্বিতীয় ওয়ান ডে-তে জিম্বাবোয়েকে হারিয়ে সিরিজ পকেটে পুড়ল রাহানের ভারত। সৌজন্যে ভুবনেশ্বর কুমারের বোলিং। তবে রবিবারের হারারেতে ব্যাটিংটাও ভাল করল ভারত।

হারারেতে রবিবার দ্বিতীয় ওয়ানডে-তে টসে জিতে ভারতের বিরুদ্ধে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবোয়ে। ভারতীয় দল অপরিবর্তিত রাখা হলেও জিম্বাবোয়ে দলে পানিয়াংগারার পরিবর্তে মাদজিভাকে আনা হয়।

প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ২৭১ রান তোলে ভারত। রাহানে-বিজয়ের ওপেনিং জুটিতে ওঠে ১১২ রান। রান পেলেন রাহানে, বিজয়, রায়ুডু। শেষ দিকে দ্রুত ২৫ রান করে স্কোর ভদ্রস্থ করার কাজ করেন স্টুয়ার্ট বিনি।

ব্যাট করতে নেমে দ্রুত উইকেট হারাতে থাকে জিম্বাবোয়ে। একমাত্র চিবাহা ছাড়া ভুবনেশ্বর কুমারদের সামনে দাঁত ফোটাতে পারেননি কেউই। চার উইকেট নেন ভুবি। বাকি বোলারদের সবাই একটি করে উইকেট পান।

প্রথম ওয়ানডেতে ৪ রানে জিতেছিল ভারত। দলে একমাত্র রায়ুডু ও স্টুয়ার্ট বিনি ছাড়া তেমন দাগ কাটতে পারেননি সে দিন। অতি কষ্টে সে দিনের ম্যাচ জিতেছিল রাহানের দল। চিগুম্বুরাকে যদি যোগ্য সঙ্গত দেওয়ার মতো লোক থাকত তা হলে ১-০ ফলাফলে এগিয়ে থাকত জিম্বাবোয়ে। চার রানে ভারতের কাছে হারলেও আফ্রিকান লায়ন্সরা দাপটের সঙ্গে খেলে গিয়েছে সে দিন। অন্য দিকে, ভারতের মিডল অর্ডারের দুর্বলতা ফের সামনে এসে পড়ে। উইকেটে কেউই বেশি ক্ষণ টিকতে পারেননি। উথাপ্পা, মুরলী বিজয়ের মতো ক্রিকেটাররাও শিবান্দাদের বিরুদ্ধে শক্ত ভিত গড়তে পারেননি। ২৫০-এর মধ্যেই ভারতের ইনিংস থামিয়ে দিয়েছিলেন জিম্বাবোয়ে বোলাররা।

তিন ম্যাচের এই সিরিজে তাই এ দিন ২-০ ফলাফলে এগিয়ে সিরিজটা নিজেদের দখলে রাখার চেষ্টা করতে মরিয়া ভারত। তবে মুরলী বিজয়, মনোজ তিওয়ারি, উথাপ্পাদের ব্যাট কথা না বললে প্রথম ওয়ানডের মতোই অনেকটা চাপে থাকতে হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE