Advertisement
E-Paper

৪৮তম বক্সিং গ্রাঁপ্রি থেকে পাঁচটি সোনা নিয়ে ফিরছে ভারত

অমিত ও কভিন্দর মুখোমুখি হয়েছিল অল-ইন্ডিয়া ফাইনালে। ৫২ কেজি বিভাগে আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল জোড়া পদক আসছে ভারতেরই ঘরে। সে যেই জিতুক না কেন। যেখানে কভিন্দরকে ৩-২এ হারিয়ে দেন অমিত।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ২০:৩৫
শিবা থাপা। -ফাইল চিত্র।

শিবা থাপা। -ফাইল চিত্র।

এখান থেকে ভারতের পদকের তালিকাটা বেশ দীর্ঘ। পাঁচটি সোনা তো আছেই। সঙ্গে দুটো রুপো ও একটি ব্রোঞ্জও এসেছে ভারতের দখলে। ৬০ কেজি বিভাগে বিশ্ব চ্যাম্পিয়শিপে ব্রোঞ্জ জয়ী শিবা থাপা, প্রাক্তন কমনওয়েলথ সোনাজয়ী মনোজ কুমার ৬৯ কেজি বিভাগে, ৫২ কেজি বিভাগে অমিত ফাঙ্গাল, ৫৬ কেজি বিভাগে গৌরভ বিধুরি, ৯১ কেজি বিভাগে সতীশ কুমার এই ইভেন্ট থেকে সোনা জিতেছে।

আরও খবর: মেয়েরা দেশের মন জিতে নিয়েছে, বললেন প্রধানমন্ত্রী

এই ইভেন্ট থেকে রুপো জিতেছে ৫২ কেজি বিভাগে কভিন্দর বিস্ত ও ৮১ কেজি বিভাগে মনীশ পানওয়ার। অমিত ও কভিন্দর মুখোমুখি হয়েছিল অল-ইন্ডিয়া ফাইনালে। ৫২ কেজি বিভাগে আগে থেকেই ঠিক হয়ে গিয়েছিল জোড়া পদক আসছে ভারতেরই ঘরে। সে যেই জিতুক না কেন। যেখানে কভিন্দরকে ৩-২এ হারিয়ে দেন অমিত। শিবা থাপা, ভারতীয় বক্সিংয়র বড় নাম, সম্প্রতি এশিয়ান চ্যাম্পিয়নশিপে রুপো জিতে এসেছেন। আত্মবিশ্বাসটাও ছিল তুঙ্গে। এ বার সোনা নিয়ে ফিরছেন শিবা থাপা। অমিত, কভিন্দর, গৌরব, শিবা, মনোজ, সুমিত ও সতীশ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেবেন।

Boxing Boxer Shiva Thapa Manoj Kumar Amil Phangal Gaurav Bidhuri শিবা থাপা মনোজ কুমার
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy