Advertisement
২৪ এপ্রিল ২০২৪
India vs Srilanka

টিম ইন্ডিয়া এবং ক্যাপ্টেন কোহালি, আজ কী কী রেকর্ড হল দেখুন

দীর্ঘ দিনের রানের ক্ষরা কাটিয়ে গল টেস্টে দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান করেন ভারত অধিনায়ক। হেরাথ-প্রদীপদেরকে ব্যাকফুটে ফেলে কোহালি করেন অপরাজিত ১০৩।

ম্যাচ জিতে ভারতীয় ব্রিগেড। ছবি: এপি।

ম্যাচ জিতে ভারতীয় ব্রিগেড। ছবি: এপি।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ২৯ জুলাই ২০১৭ ২০:০৬
Share: Save:

ঐতিহাসিক গলে শ্রীলঙ্কাকে ৩০৪ রানে হারিয়ে রেকর্ড ভাঙা গড়ার খেলায় নতুন মাইলস্টোন তৈরি করল টিম ইন্ডিয়া। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিদেশের মাটিতে এ দিন সর্বাধিক ব্যবধানে জয়ের রেকর্ড গড়ল ভারত, ভাঙল ৩১ বছরের পুরনো রেকর্ড। ১৯৮৬-তে লিডসে ইংল্যান্ডকে ২৭৯ রানে হারিয়ে ছিল কপিল দেব-সুনীল গাওস্করদের টিম ইন্ডিয়া।

ভারতের কাছে এটি গর্বে হলেও এই রেকর্ড নিঃসন্দেহে কলঙ্কের শ্রীলঙ্কা ক্রিকেটের দৃষ্টিকোণ থেকে। গলে এ দিন ভারতের কাছে সর্বাধিক ব্যধানে হারতে হল শ্রীলঙ্কাকে। এর আগে পর্যন্ত শ্রীলঙ্কাকে বড় রানে হারানোর রেকর্ড ছিল পাকিস্তানের দখলে। ১৯৯৪ সালে কলম্বোয় শ্রীলঙ্কাকে ৩০১ রানে হারিয়েছিল পাকিস্তান।

আরও পড়ুন: পেরেরাকে নকল করলেন জাডেজা, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

ভারতের রেকর্ড সৃষ্টি করার দিন, দলের সারথি বিরাট কোহালিও তৈরি করেন অনন্য রেকর্ড।

দীর্ঘ দিনের রানের ক্ষরা কাটিয়ে গল টেস্টে দ্বিতীয় ইনিংসে অনবদ্য শতরান করেন ভারত অধিনায়ক। হেরাথ-প্রদীপদেরকে ব্যাকফুটে ফেলে কোহালি করেন অপরাজিত ১০৩। আর এই শতরানের পরই ক্রিকেট কিংবদন্তী সচিন তেন্ডুলকরের রেকর্ড ভেঙে দেন কোহালি। সচিনের পর দ্বিতীয় ভারত অধিনায়ক হিসেবে শ্রীলঙ্কার মাটিতে দু’টি শতরান করার রেকর্ড গড়লেন কোহালি। শুধু তাই নয়, ভারত অধিনায়ক হিসাবে সব থেকে কম ইনিংসে বিদেশের মাটিতে ১০০০ রান করলেন বিরাট, ভাঙলেন সচিনের রেকর্ড। ১৯ ইনিংসে ১০০০ রান সম্পূর্ণ করেছিলেন সচিন।

এর পাশাপাশি তিন ফর্মাটের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে ৫০-এর উপর গড় রাখার অনন্য নজির গড়লেন বিরাট কোহালি। কোহালির টেস্ট গড় ৫০.০৪, ওয়ানডে গড় ৫৪.৪৭ এবং টি২০ গড় ৫৩.৪০।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE