Advertisement
২০ এপ্রিল ২০২৪

কার্ফু তুলে বিরাটদের বলা হল, লন্ডন উপভোগ করো

ভারতীয় বংশোদ্ভূত হরিণী আয়েঙ্গারের নামে এমনই একটি প্রচারপত্র আবিষ্কার করা গেল ওভাল মাঠের কাছাকাছি অঞ্চলে। তাতে ‘আনইকোয়াল’ লিখে ‘আন’-টিকে ক্রস করে কেটে দেওয়া হয়েছে।

সুমিত ঘোষ
লন্ডন শেষ আপডেট: ০৮ জুন ২০১৭ ০৪:৫৪
Share: Save:

গোটা ইংল্যান্ড জুড়ে নির্বাচনী প্রচারের শেষ দিন ছিল বুধবার। অভিনব বলতে যেটা দেখা গেল, প্রার্থীদের নামে লিফলেট ছেপে ডোর টু ডোর বিলি করা হয়েছে।

ভারতীয় বংশোদ্ভূত হরিণী আয়েঙ্গারের নামে এমনই একটি প্রচারপত্র আবিষ্কার করা গেল ওভাল মাঠের কাছাকাছি অঞ্চলে। তাতে ‘আনইকোয়াল’ লিখে ‘আন’-টিকে ক্রস করে কেটে দেওয়া হয়েছে। ভোটারদের কাছে হরিণীর আবেদন, ‘সাম্য ফেরাও।’ মহিলাদের সমান অধিকারের দাবি তুলেছেন তিনি।

এমন একটা সময়ে ভোট হচ্ছে ইংল্যান্ডে, যখন জঙ্গি হানা এবং সন্ত্রাসবাদ নিয়ে পরিবেশ ত্রস্ত হয়ে রয়েছে। আজ সকাল থেকে খবরের শিরোনামে ফের অভিশপ্ত লন্ডন ব্রিজ। সেখানে জঙ্গি হানায় আরও এক মৃতের সন্ধান পাওয়া গিয়েছে। লন্ডনে শ্যেফ হিসেবে কাজ করা এক ফরাসি যুবকের মৃতদেহ ভেসে উঠেছে টেমস নদীতে।

তার মধ্যেই চ্যাম্পিয়ন্স ট্রফির মতো বিশ্বমানের ক্রিকেট টুর্নামেন্ট চলছে। আজ, নির্বাচনের দিনেই বিরাট কোহালিদের দ্বিতীয় ম্যাচ শ্রীলঙ্কার বিরুদ্ধে। মনে করা হচ্ছিল, কোহালিদের ঘিরে নিরাপত্তার বেষ্টনী আরও বাড়িয়ে দেওয়া হতে পারে। এমনিতেই তাঁদের হোটেল বদল করা হয়েছে। লন্ডন ব্রিজের কাছাকাছি আগের হোটেল থেকে সরিয়ে নিয়ে গিয়ে সেন্ট্রাল লন্ডন থেকে বেশ খানিকটা দূরে রাখা হয়েছে তাঁদের।

আরও পড়ুন: বুমরা দারুণ কিন্তু লড়াই ব্যাট-বলের, বলছেন মালিঙ্গা

কিন্তু এমন আতঙ্কের পরিস্থিতির মধ্যেই অযাচিত ভাবে ক্রিকেটারদের বাইরে ঘোরাঘুরির উপরে যে-নিষেধাজ্ঞা চাপানো হয়েছিল, তা তুলে নিয়েছে লন্ডন পুলিশ। গত কালই ভারতীয় দলের সঙ্গে থাকা নিরাপত্তা অফিসারদের সঙ্গে আইসিসি নিরাপত্তা বিভাগ ও লন্ডন পুলিশের যৌথ বৈঠক হয়। সেখানে লন্ডন পুলিশ জানায়, তারা চায় না ভারতীয় দল হোটেলের চার দেওয়ালের মধ্যে আটকে থাকুক। ‘‘আমরা চাই, আপনাদের ক্রিকেটারেরা লন্ডন উপভোগ করুক,’’ ভারতীয় দলের নিরাপত্তা প্রতিনিধিদের বলেন লন্ডন পুলিশের অফিসারেরা।

সেই বার্তা পেয়ে যারপরনাই খুশির হাওয়া ভারতীয় শিবিরে। ক্রিকেটারদের স্ত্রী, পরিবার যোগ দিয়েছে লন্ডনে। তাঁদের নিয়ে হোটেলে আটকে না-থেকে বাইরে ঘুরে বেড়াতে চান অনেকে। গত কালই কয়েক জন ক্রিকেটারকে দেখা গেল, বাইরে ডিনারে যাওয়ার প্ল্যান করছেন। তবে তাঁদের খুব ভিড়ভাট্টার মধ্যে যেতে বারণ করা হয়েছে।

ভারতীয় দলের নিরাপত্তার দিকটি দেখার জন্য এখানে দলের সঙ্গে রয়েছেন দিল্লি পুলিশের প্রাক্তন কমিশনার নীরজ কুমার। এমনিতে তাঁকে ভারতীয় বোর্ডে আনা হয়েছে দুর্নীতি দমন শাখার প্রধান করে। তিনিই আইপিএলে শ্রীসন্তদের স্পট ফিক্সিং কেলেঙ্কারি ধরেছিলেন। হ্যান্সি ক্রোনিয়ের ম্যাচ গড়াপেটার থ্রিলার যখন টেলিফোনে আড়ি পেতে ধরেছিল দিল্লি পুলিশ, তখনও নীরজ ছিলেন অন্যতম তদন্তকারী অফিসার। ইংল্যান্ডে এসে তাঁকে বেশি নজর রাখতে হচ্ছে হামলাকারীদের সম্ভাব্য তালিকার উপরে।

ওয়াকিবহাল কয়েক জনের সঙ্গে কথা বলে বোঝা গেল, ইংল্যান্ড এবং ভারতের নিরাপত্তার ধরনের মধ্যে তফাত রয়েছে। ভারতের মতো এখানে ক্রিকেটারদের হোটেলের সামনে বা মাঠের বাইরে চিরুনি তল্লাশির ব্যাপার নেই। মঙ্গলবার রাতেও ভারতীয় দলের হোটেলে ঢুকতে গিয়ে দেখা গেল, কোনও চেকিং নেই। এক্স-রে মেশিনে ব্যাগ দেওয়ার ব্যাপার নেই। বুধবার কোহালিরা প্র্যাক্টিস করার সময় ওভালেও একই অবস্থা।

এর কারণের খোঁজ করতে গিয়ে জানা গেল, ইংল্যান্ডে মূলত ইন্টেলিজেন্স বিভাগের বার্তার উপরে নির্ভর করে নিরাপত্তার বেষ্টনী তৈরি করা হয়। নির্দিষ্ট করে সন্ত্রাস বা আক্রমণের খবর থাকলে তবেই সেই জায়গা ঘিরে ফেলা হবে। নইলে নয়। তাই লন্ডন ব্রিজে হামলার ঘটনায় একটি প্রশ্নকে ঘিরে সব চেয়ে বেশি উদ্বেগ ছড়িয়েছে। সেটা হল, এমন একটা জেহাদি আক্রমণ যে হতে পারে, ইন্টেলিজেন্স বিভাগ আগে থেকে তা জানাতে পারল না কেন?

ভারতের মতো এখানকার হোটেলে পুলিশ এসে ভিড় করতে পারবে না। হোটেল-কর্তৃপক্ষের অনুমতি ছাড়া পুলিশের প্রবেশাধিকার নেই। তবু ভারতীয় ক্রিকেটারদের ফ্লোরে নজরদারির ব্যবস্থা হয়েছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিরাপত্তার সঙ্গে যুক্ত এক জন বলছিলেন, ‘‘ইংল্যান্ডের হোটেলে ফ্লোরে পুলিশ— এমন ঘটনা বোধ হয় ইতিহাসে এই প্রথম ঘটল। এ ছাড়াও প্রচুর সাদা পোশাকের পুলিশ ঘুরে বেড়াচ্ছে।’’

কোহালি, ধোনিরা বাইরে ডিনার সারতে গেলে সাদা পোশাকের পুলিশ আশেপাশে ঘুরতেই পারে। তাতে অবশ্যই ক্রিকেটারদের কোনও আপত্তি থাকার প্রশ্ন নেই। আপাতত তাঁদের মনে খুশির হাওয়া যে, স্ত্রী-পরিবারকে নিয়ে লন্ডন উপভোগ করা যাবে। আতঙ্কের চোরাস্রোত আর ভোট নিয়ে চাঞ্চল্য চলতে থাকা লন্ডনে এটা টস জেতার সমান!

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE