Advertisement
E-Paper

ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ের নেতৃত্বে ভারতের বোলার-ব্যাটসম্যানরা

ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে বেশ ভাল জায়গায় রয়েছে ভারত। সেরা দশে রয়েছেন ভারতের তিনজন ব্যাটসম্যান। শীর্ষে থাকাবিরাটের পয়েন্ট ৮৮৪। আর তার পরই দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতেরই রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৮৪২।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ১৬:৪৬

ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রাখলেন দুই ভারতীয়। সোমবারই নতুন র‌্যাঙ্কিং প্রকাশ করেছেন আইসিসি। সেখানে সদ্য সমাপ্ত এশিয়া কাপ না খেলেও ওয়ান ডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে শীর্ষে রয়ে গিয়েছেন ভারত অধিনায়ক বিরাট কোহালি। অন্যদিকে, বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন যশপ্রীত বুমরা।

ওয়ান ডে র‌্যাঙ্কিংয়ে বেশ ভাল জায়গায় রয়েছে ভারত। সেরা দশে রয়েছেন ভারতের তিনজন ব্যাটসম্যান। শীর্ষে থাকাবিরাটের পয়েন্ট ৮৮৪। আর তার পরই দ্বিতীয় স্থানে রয়েছেন ভারতেরই রোহিত শর্মা। তাঁর পয়েন্ট ৮৪২। তাঁর অধিনায়কত্বেই এশিয়া কাপ জিতেছে ভারত। ব্যাট হাতে রানও পেয়েছেন তিনি। এই দুই ব্যাটসম্যান ছাড়াও আইসিসি ওয়ান ডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সেরা দশে রয়েছেন আর একজন ভারতীয়। এশিয়া কাপে রোহিতের সঙ্গে ব্যাট হাতে দারুণ সাফল্য পেয়েছেন শিখর ধওয়ন। ৮০২ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন এই ওপেনার। এরপর ১৮ নম্বরে রয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি।

বোলিংয়েও দারুণ সফল ভারতীয় ব্রিগেড। ৭৯৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে রয়েছেন এক ডেথ ওভার স্পেশালিস্ট। তিনি যশপ্রীত বুমরা। তাঁর পরেই রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। তিন নম্বরে জায়গা করে নিয়েছেন আর এক ভারতীয় কুলদীপ যাদব। তাঁর পয়েন্ট ৭০০। সেরা দশে আর কোনও ভারতীয় না থাকলেও ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন যুজবেন্দ্র চাহাল।

আরও পড়ুন
ব্যাটসম্যান কোহালি নন, ব্যাট হাতে নেতা কোহালিই বেশি সফল

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে অবশ্য সেরা দশে নেই কোনও ভারতীয়। এই তালিকার শীর্ষে রয়েছেন আফগানিস্তানের রশিদ খান। দ্বিতীয় স্থানে বাংলাদেশের সাকিব আল হাসান। তিনে আফগানিস্তানের মহম্মদ নবি। ভারতের হয়ে সেরা স্থান— ১৪ নম্বরে, হার্দিক পাণ্ড্য। ১৬ নম্বরে কেদার যাদব।

টিম র‌্যাঙ্কিংয়ে এই মুহূর্তে ১২২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ভারত। শীর্ষে ১২৭ পয়েন্ট নিয়ে রয়েছে ইংল্যান্ড। শ্রীলঙ্কা-ইংল্যান্ড সিরিজের উপর অনেকটাই পরবর্তী সময়ে টিম র‌্যাঙ্কিং নির্ভর করবে। ১০ অক্টোবর থেকে ডাম্বুলায় শুরু হবে এই সিরিজ। ইংল্যান্ডকে শীর্ষস্থান ধরে রাখতে হলে এই সিরিজ জিততেই হবে। না জিততে পারলে ভারত আবার উঠে আসবে শীর্ষে। ভারত ২১ অক্টোবর থেকে পাঁচ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে।

Cricket Cricketer ICC ODI Ranking Virat Kohl Jasprit Bumrah বিরাট কোহালি যশপ্রীত বুমরা
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy