Advertisement
E-Paper

ক্রিকেট ভক্তদের তোপের মুখে রাজনীতিবিদেরা

বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হয়েও রাজীব শুক্ল বিহারীদের প্রত্যয়ের প্রশংসা না করে মন্তব্য করেন, ভারত জেতার সুযোগ হারিয়েছে।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২১ ০৫:০১
রাজীব শুক্ল। ফাইল চিত্র।

রাজীব শুক্ল। ফাইল চিত্র।

সিডনিতে শেষ দিনে হনুমা বিহারীদের সাহসী ব্যাটিংকে আক্রমণ করে চাপে পড়ে গিয়েছেন বোর্ডের শীর্ষ কর্তাই। সেই সঙ্গে এক রাজনীতবিদও।

বোর্ডের ভাইস প্রেসিডেন্ট হয়েও রাজীব শুক্ল বিহারীদের প্রত্যয়ের প্রশংসা না করে মন্তব্য করেন, ভারত জেতার সুযোগ হারিয়েছে। তা নিয়ে মঙ্গলবারও ভক্তদের তোপের মুখে পড়েছেন রাজীব। দীর্ঘ সময় ধরে ভারতীয় বোর্ডের সঙ্গে যুক্ত রয়েছেন রাজীব। এখন বোর্ডের ভাইস প্রেসিডেন্টও। তার পরেও কী করে এমন মন্তব্য করলেন, তা নিয়ে বোর্ডের মধ্যেও প্রশ্ন উঠেছে। সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট ভক্তদের রোষের মুখে তো পড়েইছেন। রাজীব লেখেন, ‘‘আমাদের মিডল অর্ডার আরও ভাল খেলতে পারত। তা হলে আমরা জিততেও পারতাম।’’ যা দেখার পরে অনেকে পাল্টা লেখেন, ‘‘আপনারই খেলা উচিত ছিল সিডনিতে, বিহারীদের নয়।’’

আরও বেশি প্রতিক্রিয়া হয় বাবুল সুপ্রিয়র টুইট নিয়ে। যখন প্রায় সকলে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে পুজারা, বিহারী, অশ্বিনদের হার-না-মানা মনোভাবের, তখন বিজেপি সাংসদ লেখেন, ‘‘হনুমা বিহারী ক্রিকেটকে খুন করল। ভারতকে ঐতিহাসিক জয় পেতে দিল না।’’ ঘটনা হচ্ছে, হ্যামস্ট্রিংয়ের মারাত্মক চোট নিয়ে বিহারী টেস্ট বাঁচানোর খেলা খেলছিলেন। এমনই চোট ছিল তাঁর যে, দৌড়তে পর্যন্ত পারছিলেন না। চোটের জন্য ব্রিসবেনে শেষ টেস্ট থেকে তিনি ছিটকে গিয়েছেন। অনেক ক্রিকেট ভক্ত বলতে থাকেন, ‘‘রাজনীতিবিদেরা খেলা থেকে দূরে থাকাই শ্রেয়।’’ রাজীব শুক্লকে নিয়ে কেউ কেউ সরাসরি লেখেন, ‘‘ভারতীয় বোর্ডে এ ধরনের লোকের কোনও দরকার নেই।’’

Rajiv Shukla India Australia Cricket
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy